গত, ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়ে তরুণী চিকিৎসকের মৃতদেহ। জানা যায়, নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয় গোটা দেশ। প্রায় ৫মাস পর, ১৮ জানুয়ারি শনিবার দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রাইকে। আজ সেই মামলায় সঞ্জয়ের সাজা ঘোষণা করল শিয়ালদহ আদালত। যাবজ্জীবন দেওয়া হল সঞ্জয় রাইকে। বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার ৬১দিনের মাথায় সাজা ঘোষণা।
advertisement
আরও পড়ুন: ফাঁসি নয়…! বিচারকের কাছে ‘বড়’ আবেদন সঞ্জয়ের আইনজীবীর, পেশ করলেন ‘নথি’!
মোট ১৭ লাখ ক্ষতিপূরণ নির্দেশ দেওয়া হয়েছে যার মধ্যে ৭ লক্ষ টাকা ধর্ষণের জন্য ক্ষতিপূরণ হিসেবে সরকারকে নির্যাতিতার পরিবারকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষতিপূরণের প্রতিক্রিয়ায় পরিবারের তরফে বলা হয়েছে “এই মৃত্যুতে টাকা দিয়ে কোনও ক্ষতিপূরণে হয় না।” বিচারক জানান, “আইন বিধি মেনেই এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ।” তবে পরিবারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পরিবার এই ক্ষতিপূরণ নেবে না। তাঁরা জানান, “আমরা ন্যায়বিচারটাই বরাবর চেয়েছি।”