RG Kar Doctor Murder Case: আরজি কর কাণ্ডে আজ সাজা ঘোষণা! শিয়ালদহ আদালত যেন দুর্গ, আরও বড় লড়াইয়ের ইঙ্গিত নির্যাতিতার বাবা-মা’র
আরজি করে ঘটনায় সিবিআই তদন্তের উপরে ভরসা রাখতে না পেরে নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা-মা। গত বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতার মা-বাবা। কিন্তু নির্যাতিতার পরিবারের দায়ের করা নতুন মামলার শুনানি আপাতত মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
advertisement
আরও পড়ুন: ‘মহাকুম্ভে’ ১ রাতের হোটেল ‘ভাড়া’ কত জানেন…? ‘রেট’ শুনলেই চমকাবেন, শিওর!
আগেই তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নজরদারিতে তদন্ত চলছে কি না, তা আগে জানা প্রয়োজন রয়েছে। এরপর সিবিআই এবং নির্যাতিতার পরিবার এই নিয়ে ভিন্ন মতামত দেয়। প্রধান বিচারপতির বেঞ্চ আরজি কর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত রায়ে জানিয়েছিল, নিয়মিত তদন্তের।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলা অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের বিরুদ্ধে ৯০ দিনে চার্জশিট জমা না দিতে পারলেও তদন্ত শেষ হয়নি তদন্ত চলছে এই মর্মে লিখিত পিটিশন শনিবারই শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে জমা দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। একই সঙ্গে দাখিল হওয়া পিটিশনে সিবিআই জানিয়েছে, অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে মামলার মূল অভিযুক্তর বিরুদ্ধে বিচার পর্ব চলছে বলে জানানো হয়েছে! অন্যদিকে নির্যাতিতার পরিবারের তরফ থেকেও আসে লিখিত আবেদন! তদন্ত প্রক্রিয়ায় কিছু খামতি রয়েছে বলেও সেখানে বলা হয়!