গ্রেফতার হওয়া ধৃত সঞ্জয় রাই গত একমাস ধরে ওই চিকিৎসককে ফলো করত কিনা, কোনও ফুটেজ আছে কিনা, যেখানে সঞ্জয় ফলো করছে এমন কিছু আছে কিনা তা খতিয়ে দেখবে সিবিআই। অর্থাৎ পূর্ব পরিকল্পিত ভাবে ধর্ষণ ও খুন? ষড়যন্ত্র করে খুন? সঞ্জয়ের বয়ান অনুসারে সেমিনার হলে আগে কখনও আসেনি সে, এই তথ্য সত্যি কিনা, তা যাচাই করবে সিবিআই।
advertisement
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে গ্রেফতার সঞ্জয়ের হচ্ছে মেডিক্যাল টেস্ট, আজই শুরু CBI জেরা! খুলে যাবে রহস্যের জট?
নির্যাতিতার মোবাইল ও সঞ্জয়ের মোবাইল কল লিস্ট, ডিলিট চ্যাট খতিয়ে দেখবে সিবিআই। সঞ্জয়কে নিয়ে মেডিক্যাল করানোর পর সেই নথি আদালতে পেশ করে হেফাজতে নেবে সিবিআই।
সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশের পর সিবিআই তৎপরতার সঙ্গে যে কাজগুলি করবে:
১.সঞ্জয়কে জেরা করে খুনের মোটিভ জানবে সিবিআই।
২.ঘটনাস্থলে সঞ্জয় একা নাকি আরও কেউ ছিল সঙ্গে?
৩.সিবিআই টিম ঘটনাস্থল পরিদর্শন করবে।
৪.নির্যাতিতার পরিবারের বয়ান নেবে সিবিআই।
