TRENDING:

RG Kar Case-CBI: বিরাট খবর! আরজি করের 'সেই' রাতের প্রত্যক্ষদর্শীর খোঁজ পেল সিবিআই! কে তিনি? শুনে চমকে যাবেন

Last Updated:

RG Kar Case-CBI: সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন তিনি ডিউটিতে কর্মরত ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের হাতিয়ার এক প্রত্যক্ষদর্শী। সিবিআই সূত্রে খবর, ওই প্রত্যক্ষদর্শী আরজি কর হাসপাতালেরই গ্রুপ ডি’র একজন কর্মী। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন তিনি ডিউটিতে কর্মরত ছিলেন। তার বয়ান রেকর্ড করে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি করাতে চলেছে সিবিআই।
কে সেই প্রত্যক্ষদর্শী?
কে সেই প্রত্যক্ষদর্শী?
advertisement

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। তারই মধ্যে বিরাট খবর। হাসপাতালে ৮ অগাস্ট মধ্যরাতে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এরপর দিনই ‘প্লেস অফ অকারেন্স’ অর্থাৎ অপরাধস্থলের পাশের ঘরটি ভাঙাভাঙি শুরু হয়।

আরও পড়ুন: বিস্ফোরক তথ্য প্রকাশ্যে! সন্দীপ ঘোষের বাড়ি থেকে কী এমন পেয়েছে সিবিআই! এতেই সব ‘স্পষ্ট’?

advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ১০ অগাস্ট আরজি কর হাসপাতালের সব বিভাগের অন ডিউটি ডক্টরস রুম এবং তার সংলগ্ন শৌচাগার সংস্কার, পুনঃনির্মাণের জন্য পি ডব্লিউ ডি-র সিভিলকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার জন্য তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ নির্দেশ দেন। আর এতেই জোরালো হয়েছে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগও।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরজি কর মেডিক্যাল কলেজের চার তলার সেমিনার হল, যা এই মামলার সবথেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঘটনাস্থল যেখানে, তার পাশের ঘর ভাঙতে হঠাৎই উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ! হঠাৎ কেন এই উদ্যোগ? স্বাস্থ্য দফতর সূত্রে খবর,১০ অগাস্ট স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে আরজি কর হাসপাতালের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমের পাশের রুম ইচ্ছে করেই ভাঙা হয়েছিল? এই নির্দেশ দিয়েছেন খোদ ধৃত সন্দীপ ঘোষ, এমনই তথ্য উঠে এসেছে। এরই মধ্যে এবার প্রত্যক্ষদর্শীর খোঁজ মিলল বলে সিবিআই সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case-CBI: বিরাট খবর! আরজি করের 'সেই' রাতের প্রত্যক্ষদর্শীর খোঁজ পেল সিবিআই! কে তিনি? শুনে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল