সঞ্জয় যে একাই এই নারকীয় হত্যাকাণ্ডে যুক্ত তা তারা চার্জশিটে কোথাও বলেনি বলেও বিচারককে জানিয়েছেন সিবিআই-এর আইনজীবী৷ তিনি বলেন, ‘সঞ্জয়ের বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গিয়েছে, তার ওপর ভিত্তি করে চার্জশিট দেওয়া হয়েছে । তার মানে এই নয় যে এখানেই তদন্ত শেষ হয়েছে। সঞ্জয় যে একা, এটা আমার চার্জশিটে বলিনি। এটার জন্যই তদন্ত চলছে।’
advertisement
আরও পড়ুন: ফুলকপির দাম নিয়ে দরাদরি, পুলিশ ডেকে সবজি বিক্রেতাকে থানায় নিয়ে গেলেন সরকারি কর্তার স্ত্রী
আরজি কর কাণ্ডে সঞ্জয় একা অভিযুক্ত কি না, তা নিয়েই প্রথম থেকে বিতর্ক চলছে৷ কলকাতা পুলিশের পর সিবিআই তদন্তেও এখনও পর্যন্ত এই ঘটনায় সঞ্জয় একা অভিযুক্ত বলেই এতদিন দাবি করা হয়েছে৷ তবে ধর্ষণ এবং খুনের ঘটনায় অন্য কেউ যুক্ত কি না, সেই খোঁজ যে এখনও চলছে, এ দিন আদালতে সিবিআই-এর বক্তব্যে তা স্পষ্ট হয়ে গেল৷
এ দিনই সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে আদালতে৷ যদিও আদালতের বাইরে এই প্রথম বার মুখ খুলে সঞ্জয় দাবি করেছেন, তাঁকে এই মামলায় ফাঁসানো হচ্ছে৷ পুলিশের থেকে তাঁকে মুখ বন্ধ রাখতে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন সঞ্জয়৷