গুগল স্ট্রিট ভিউ এখন কলকাতার রাস্তাতেও দেখা যাচ্ছে। অতীত বলছে পূর্বে বেশ কিছু অপরাধ বা দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে এই গুগল ম্যাপ তদন্তকারীদের কাছে এক বিরাট হাতিয়ার হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে কলকাতার বুকে সদ্য ঘটে থাকা আরজি করের মতো ঘৃণ্য ঘটনায় কি গুগল কিছু সাহায্য করতে পারবে?
আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন
advertisement
আমরা এই ব্যাপারে যোগাযোগ করেছিলাম শ্রীরামপুরের চাতরা নিবাসী গুগলএর আঞ্চলিক গাইড শৌনক দাসের সঙ্গে। পেশায় তিনি একজন চিকিৎসক হলেও দীর্ঘ ৮ বছর ধরে গুগল ম্যাপসের টিমকে সাহায্য করে যাচ্ছেন। আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে Google-এর সদর দফতর বেশ কিছুবার গেছেন ম্যাপস সংক্রান্ত কর্মশালায়। আরজি কর মেডিক্যাল কলেজ, হাসপাতালে এক চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে দেশ উত্তাল। ইতিমধ্যেই আদালতের নির্দেশে গোটা বিষয়টির তদন্ত করছে সিবিআই। তদন্তে নেমে একাধিক প্রযুক্তির ব্যবহার করছে তারা৷ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিভিন্নভাবে তদন্ত এগোচ্ছে। এরই মধ্যে শৌনক মনে করছেন এখানে ফরেনসিক ক্ষেত্রে গুগল ম্যাপস নিশ্চই কিছুটা হলেও সাহায্য করবে।
কেননা যে কোনও অ্যান্ড্রোয়েড ফোনে নিজে থেকেই প্রতিনিয়ত লোকেশন গুগল ম্যাপসে সেভ হয়ে থাকে by default। সেক্ষেত্রে সেদিন রাতে ঠিক কি ঘটেছিল সেটা সেখানে থাকা সবাইয়ের ফোনের ম্যাপস লোকেশন হিস্টরিতে সেভ থাকবে ও সেটা ফোন লোকেশন টাওয়ার এর থেকেও আরও বেশি accurate থাকবে। এমনকি জিপিএস লোকেশন গুগল ম্যাপসে সাহায্য করে থাকে একেবারে পিন পয়েন্ট লোকেশন (সেই জায়গার ভৌগোলিক দ্রাঘিমাংশ , অক্ষাংশ দিয়ে)। তিনি আরও বলেন যদিও ব্যাপারটি বিচারাধীন বিষয়। তদন্তের পুরো বিষয়টি CBI টিম দেখছেন। তিনি বিশ্বাস করেন গুগল ম্যাপস এক্ষেত্রে তদন্তকারী টিমকে সাহায্য করবেই।