প্রজাতন্ত্র দিবসে প্রায় প্রতিবছর জঙ্গি হামলার সতর্কতা থাকেই। কিন্তু গত ৬ মাসে দেশজুড়ে এমনকিছু ঘটনা ঘটেছে যারজেরে এবছর নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে রাজ্য সরকার। CAA-NRC এবং তিনশো সত্তর ধারা বাতিলের পর, রবিবারের প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে নারাজ পুলিশ-প্রশাসন।
কলকাতায় মোতায়েন থাকছেন ৪ হাজার পুলিশকর্মী। শহরে তৈরি হয়েছে ১০টি ওয়াচ টাওয়ার। রাস্তায় থাকবেন ১০ জন ডেপুটি কমিশনার। মোতায়েন থাকবে কমব্যাট ফোর্স। রেড রোড সংলগ্ন এলাকায় থাকছে ১০টি বাঙ্কার।
advertisement
এছাড়া শহরের বেশকটি বহুতলের ছাদ থেকেও চলবে নজরদারি। হাওড়া, শিয়ালদা স্টেশন-সহ সব মেট্রোতেও থাকছে অতিরিক্ত পাহারা।
শনিবার থেকেই রেড রোডে আটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার। দিল্লি থেকে ফিরে এসেছে রাজ্যের ট্যাবলো। এবছর প্রজাতন্ত্র দিবসে রেড রোডের প্যারেডে, সামনের সারিতে থাকবে কন্যাশ্রী, খাদ্যসাথীর সেই ট্যাবলোই। নিউজ এইটিন বাংলা।