TRENDING:

Republic Day 2023: লক্ষ্মী-গণেশ-সরস্বতী-কার্তিককে নিয়ে এক চিত্রে দুর্গা, রেড রোডের কুচকাওয়াজে এবার চমক

Last Updated:

Republic Day 2023: রেড রোডের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের তরফে মোট তিনটে ট্যাবলো রাখা হবে বলেই নবান্ন সূত্রে খবর। সকাল ১০.৩০ থেকে শুরু হবে মূল অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দিল্লির পর কলকাতাতেও রেড রোডের কুচকাওয়াজে মা দুর্গা ও নারী শক্তির ক্ষমতায়ান। নবান্ন সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের তরফে রেড রোডে মোট তিনটি ট্যাবলো প্রদর্শন করা হবে। তার মধ্য রয়েছে দুর্গাপুজো নিয়ে বিশেষ ট্যাবলো। পাশাপাশি পুলিশের তরফে একটি ট্যাবলো এবং যুব কল্যাণ দফতরের তরফে আরও একটি ট্যাবলো রাখা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

ইতিমধ্যেই রেড রোডের কুচকাওয়াজের অনুষ্ঠানের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। এবারে আসন সংখ্যাও বেশি রাখা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর থাকবেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অন্যদিকে, প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে এবার পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম ও বাংলার দুর্গাপুজো। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি রাজ্যের এই নয়া ভাবনার ট্যাবলোকে অনুমোদন করেছে। তবে এবার অনুমোদন দেওয়ার আগে একটি শর্ত জুড়ে দিয়েছে। বিশেষজ্ঞ কমিটি মনে করলে কুচকাওয়াজের আগের দিন শেষ লগ্নে বাতিল করে দিতে পারে। তাই রাজ্য সরকার এবার অনেক সতর্ক। যাতে তীরে এসে তরী না ঢোবে।

advertisement

আরও পড়ুন: ওরাকল স্পিকস ২৬ জানুয়ারি; দেখুন ভাগ্যফল, জানুন কাল কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য

গত বছরই দিল্লির প্রজাতন্ত্র দিবসে নেতাজী সুভাষ চন্দ্রের ১২৫ বছর জন্মবার্ষিকীতে তৈরি পশ্চিমবঙ্গের  ট্যাবলো বাতিল করে দিয়েছিল কেন্দ্র। এনিয়ে রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছিল।  ট্যাবলোয় কী থাকছে?স্বপরিবারে-লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিককে নিয়ে এক চিত্রে মা দুর্গার অবস্থান। ট্যাবলোর অগ্রভাবে একটি কলাগাছের দু’ধারে দুই মহিলা শঙ্খ বাজিয়ে মহাশক্তির আগমণীর বার্তা দিচ্ছেন। আর মাকে ঘিরে রয়েছেন মহিলারা। ঢাক,কাঁসর ঘন্টা বাজিয়ে বরণ করছে। লক্ষ্য, জগত সৃষ্টির মূলে ‘মা’ অর্থাৎ নারী শক্তি। সেই নারীর ক্ষমতায়নের কথাই বলা হয়েছে। যার প্রতিফলন আমরা পাই মা দুর্গার মধ্যে। তাই দুর্গা পুজো পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের একটা উৎসবের রূপান্তরিত হয়েছে। এটাই বিশ্বের সামনে তুলে ধরা। একই ধাচে কলকাতার রেড রোডেও প্রদর্শিত হবে এই ট্যাবলো।

advertisement

আরও পড়ুন: জাগ্রত কালী মন্দিরে এ কী দৃশ্য, সিসিটিভিতে ধরা পড়ল মারাত্মক কাণ্ড!

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত, ইউনেস্কো ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গা পুজোক ইনটানজেবিল হেরিটেজ মর্যাদা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেস্কোর এই স্বীকৃতিকে স্মরণ করতে গতবারেই দুর্গা পুজোকে ঘিরে এক মাস ধরে রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করেছিলেন। কার্নিভালের মধ্যে দিয়ে যার সমাপ্তি হয়। সূত্রের খবর, শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেদের নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি তৈরি করেন। তাঁরাই বিভিন্ন সময় ট্যাবলোর রূপরেখা দেখে বিচার বিশ্লেষণ করে নির্বাচিত করেন। এজন্য অনেক সময়ই ট্যাবলোর রূপরেখার কিছুটা পরিবর্ধন করার সুপারিশও করা হয় বিশেষজ্ঞ কমিটি থেকে। যেমনটি এবার পশ্চিমবঙ্গের ট্যাবলোর ক্ষেত্রে হয়েছিল। প্রথমে এই ট্যাবলোর অগ্রভাগে মঙ্গলঘট বসানো হয়েছিল। বিশেষজ্ঞ কমিটি মঙ্গলঘটের বদলে কলাগাছ ও দুই মহিলা শাঁখ বাজাচ্ছেন এমন দৃশ্য রাখার প্রস্তাব দেওয়া হয়। রাজ্য সরকার তা মেনে নিয়ে নতুন করে রূপরেখা পেশ করার পরই বিশেষজ্ঞ কমিটি অনুমোদন দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Republic Day 2023: লক্ষ্মী-গণেশ-সরস্বতী-কার্তিককে নিয়ে এক চিত্রে দুর্গা, রেড রোডের কুচকাওয়াজে এবার চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল