TRENDING:

সংঘাতের মাঝে সৌজন্য, প্রজাতন্ত্র দিবসে চা-চক্রে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

Last Updated:

এক ফ্রেমে হাসিমুখে রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সংঘাতের মাঝে সৌজন্য। রাজ্যপাল বনাম রাজ্য সরকারের সংঘাত। প্রায়ই খবরের শিরোনামে। এরই মাঝে প্রজাতন্ত্র দিবসে সৌজন্য়ের ছবি। একফ্রেমে হাসিমুখে জগদীপ ধনখড় ও মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

প্রজাতন্ত্র দিবসে রেড রোডে কুচকাওয়াজ ৷ প্যারেড, ট্যাবলো ছাপিয়ে এবার অনেকের নজর কেড়েছে এই দৃশ্য। এক ফ্রেমে হাসিমুখে রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ দু’জনের কথা হয় ৷ রাজ্যপালের স্ত্রীয়ের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বিকেলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতি মেনে রাজভবনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও যান। সেখানেও রাজ্যপাল-মুখ্যমন্ত্রী কথা হয়।

advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন থেকে বেরনোর  সময় তাঁর কাছে গিয়ে ফের কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের  রাজ্যপাল হওয়ার পর থেকে বারবারই  রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছেন জগদীপ ধনখড়। সম্প্রতি, সংবিধান দিবস উপলক্ষ্যে বিধানসভার অনুষ্ঠানে হাজির হন  রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেখানে কথা বলা দূরে থাক, কেউ কারও দিকে তাকাননি। সংঘাতের এই আবহে এবার প্রজাতন্ত্র দিবস দেখল সৌজন্যের ছবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ দিন রাজভবনের অনুষ্ঠানে উপস্থিতির হার ছিল অন্য বছরের তুলনায় কম। সেভাবে উপাচার্যদের দেখা যায়নি। শাসক দলের কোনও নেতা ছিলেন না। মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কোনও মন্ত্রীও যাননি। রাজ্যের বাম ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাউকে দেখা যায়নি। বিজেপির পরিচিত মুখ বলতে লকেট চট্টোপাধ্যায় ও চন্দ্র বসু।

বাংলা খবর/ খবর/কলকাতা/
সংঘাতের মাঝে সৌজন্য, প্রজাতন্ত্র দিবসে চা-চক্রে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল