TRENDING:

আজ বিসর্জন কার্নিভাল, রেড রোডের মেগা ইভেন্টে বড়সড় চমক

Last Updated:

আজ বিসর্জন কার্নিভাল, রেড রোডের মেগা ইভেন্টে বড়সড় চমক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ রেড রোডে বিসর্জন কার্নিভাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোর রোশনাইয়ে মুড়ে ফেলা হয়েছে রেড রোড চত্বর। কার্নিভালের বিশেষ আকর্ষণ ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য। এবার ৬৭টি পুজো কার্নিভালে অংশ নিয়েছে। বিশ্বের দরবারে শারদোৎসবকে তুলে ধরতে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার।
advertisement

শারদোৎসবের শেষ পাতে বিসর্জন কার্নিভাল। গত বছর থেকেই দুর্গা পুজোয় বাড়তি মাত্রা যোগ করেছে এই বিশেষ শোভাযাত্রা। উৎসবের রেশটুকু যেন ধরে থাকে। এ বছরও বিসর্জনের জন্য সেজে উঠেছে রেডরোড। মঙ্গলবার এই পথ ধরে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা যাবে। পর্যটন, পূর্ত, তথ্য- সংস্কৃতি দফতর এবং কলকাতা পুলিশ বিসর্জন কার্নিভালের আয়োজন করছে। বিকেল পাঁচটা থেকে শুরু হবে শোভাযাত্রা। কার্নিভালে দেশবিদেশের বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বের দরবারে বাংলার দুর্গাপুজো তুলে ধরতে বিদেশি পর্যটকদের বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য।

advertisement

বিসর্জন কার্নিভালের প্রস্তুতি

-- ২০ হাজার মানুষের বসার আয়োজন

-- বিদেশি অতিথিদের জন্য বিশেষ গ্যালারি

-- শিল্পপতি, টলিউড তারকা, সমাজের বিশিষ্টজনদের আমন্ত্রণ

-- মূল মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রীসহ বিশিষ্ট অতিথিরা

-- তিনটি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি

-- সর্বত্র সিসিটিভি বসানো হয়েছে

-- ১৫০০ পুলিশকর্মী মোতায়েন থাকবে

-- রেডিও ফ্লায়িং স্কোয়াড থাকবে

advertisement

-- বিভিন্ন সরকারি প্রকল্প আলোর মাধ্যমে তুলে ধরা হবে

পুজো কমিটিগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে।

রাজ্যের নির্দেশিকা

-- প্রত্যেক পুজো কমিটির সর্বোচ্চ ৫০জন শোভাযাত্রা যোগ দিতে পারবেন

-- লাইভ পারফরমেন্স চলমান গাড়িতে করতে হবে

-- সর্বোচ্চ ৪টি গাড়ি ব্যবহার করতে পারবে

-- শোভাযাত্রা ঠিক সময়ের মধ্যে শেষ করার জন্য গাড়ির গতি বেঁধে দেওয়ার চেষ্টা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কার্নিভালের বিশেষ আকর্ষণ ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য। সোমবার তার মহড়াও হয়ে গেল। কার্নিভালের মধ্যে দিয়ে বিদেশিদের কাছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ব্র্যান্ডিং করাই রাজ্য সরকারের লক্ষ্য।

বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ বিসর্জন কার্নিভাল, রেড রোডের মেগা ইভেন্টে বড়সড় চমক