গত পয়লা জুলাই ময়দান থানা এলাকায় ফোর্ট উইলিয়াম গেটের সামনে ঘটে যায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনাটি। মিনি বাস ও বাইক দুর্ঘটনায় প্রাণ যায় ভিনরাজ্য থেকে আসা এক পুলিশ কর্মীর।আহত হন কমপক্ষে ১৯ জন। সেই ঘটনায় গ্রেফতার হয় বাস চালক। ওই বাস চালক এখনও জেলে আছে। ঘটনার পর ঘটনাস্থলে ফরেনসিক বিভাগ গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে।
advertisement
ঘাতক বাসটির বায়ো-মেকানিকাল এক্সামিনেশন হয়। অভিযুক্ত বাস চালককে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ হয়। টিআই প্যারেডে সনাক্তকরন করা হয় অভিযুক্তকে। চার্জশিটে উল্লেখ করা হয় বেপরোয়া গতিতে বাস চালানোর জেরে এই দুর্ঘটনা ঘটেছিল। ধৃতের বিরুদ্ধে 279/304(ii)/308/427 IPC তে মামলা রুজু হয়। সেই ঘটনার তদন্ত ভার নেয় FSTP এর আধিকারিকরা। সেই ঘটনাতে ৩৯ দিনের মাথায় চার্জশিট দিল কলকাতা পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2021 12:54 AM IST