সিবিআই সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিআরপিসি ১৬০ নম্বর ধারাতে নোটিস পাঠানো হয়েছে। তিনি ওই পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।
আরও পড়ুন: ‘জীবন ধন্য হয়ে গেল’, চাঁদে ইতিহাস গড়তেই দক্ষিণ আফ্রিকা থেকে উচ্ছ্বাস প্রকাশ মোদির!
পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। যা খারিজ করে আগের নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। এরপর এই বিষয়ে ইডি, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করার জন্য সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। ওই মামলার শুনানিতেও রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তখন থেকেই কোমর বেঁধে পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে মাঠে নেমেছে সিবিআই।
advertisement
আরও পড়ুন: এক হাজারেরও বেশি শূন্যপদে মিলল না যোগ্য প্রার্থী! মেধাতালিকায় জায়গা পেলেন ১৩৩৩৪ জন
বেশ কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় ১৪টি পুরসভায় একসঙ্গে অভিযান চালিয়েছিল সিবিআই। সিবিআইয়ের ওই অভিযানে বহু নথি হাতে আসে তাঁদের। এমনটাই দাবি তদন্তকারী সংস্থার। সেই সূত্রেই এই তলব বলে খবর তদন্তকারী সংস্থা সূত্রে।
