গত বৃহস্পতিবারই মণীশ জৈনকে তলব করা হয়েছিল সিবিআইয়ের তরফে। সেদিন প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সূত্রের খবর, তাঁর বয়ানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায় সিবিআই। সূত্রের দাবি, এর আগে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার দাবি করেছেন যে, মন্ত্রী থাকলেও নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানতেন না। তাঁর কাছে ফাইল আসত, তিনি সই করে দিতেন। তবে দফতরের আমলা অফিসাররা নিয়োগ সংক্রান্ত বিষয়ে অবগত ছিলেন বলে সিবিআইয়ের জেরায় জানিয়েছিলেন পার্থ৷ তেমনটাই দাবি তদন্তকারী সংস্থার।
advertisement
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি তদন্তে ‘বড়’ আপডেট! সরাসরি CBI-এর চিঠি গেল বিকাশ ভবনে, এবার..
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আগেই বিরাট সিদ্ধান্ত কমিশনের! এবার টার্গেট এই ৬ জেলা..
প্রসঙ্গত, মণীশ জৈনকে জেরায় ফাইলে সই সংক্রান্তই কিছু তথ্য পেয়েছে সিবিআই৷ সূত্রের খবর, সেই কারণে সেই ফাইলের বিষয়ে আরও কিছু তথ্য জানতে চান গোয়েন্দারা। তাই মণীশকে ফের তলব।
সিবিআই সূত্রের মতে, গোটা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মণীশ জৈনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি যেসব ফাইলে সই করেছিলেন সেগুলি মণীশ জৈনের কথাতেই করেছিলেন। এখানে সিবিআইয়ের প্রশ্ন, মণীশ জৈন তবে কার নির্দেশে ফাইলে সই করতে বলতেন? সেই সব ফাইলই বা কোথায়? সেসব বিষয়ে জানতে চায় সিবিআই।
ARPITA HAZRA
