ইডি সূত্রে খবর, আগামী ১৯ জুন হাজিরার জন্য অভিষেককে সমন পাঠিয়েছে ইডি-র বিশেষ নগর ও দায়রা আদালত। ইডি-র দাবি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে পেট্রোল পাম্প ‘শুক্লা সার্ভিস স্টেশনের’ পার্টনার হলেন অয়নের ছেলে অভিষেক। অভিষেকের আয়ের উৎস কী? কোন টাকায় কীভাবে, কবে ওই পেট্রোল পাম্প কিনেছিলেন তিনি। সেইন ব্যাখ্যা চেয়েই সমন পাঠানো হয়েছে অভিষেককে৷ সঠিক কারণ দর্শতে না পারলে বিপদ বাড়তে পারে অভিষেকের।
advertisement
আরও পড়ুন: দফায় দফায় উত্তপ্ত ভাঙড়! জমি রক্ষা কমিটির মুখোমুখি তৃণমূল, তুলকালাম কাণ্ড
ইডি সূত্রে খবর, ওই পেট্রোল পাম্পে অভিষেক পার্টনার থাকলেও বাবা অয়ন শীলও প্রচুর টাকা ঢেলেছিল। ইডির চার্জশিটেও উল্লেখ করা হয়েছে যে, দুর্নীতি টাকাতেই ওই পেট্রোল পাম্প কেনা হয়েছিল।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হাতে ধৃত অয়ন শীলের আরও একাধিক ফ্ল্যাটের সন্ধান পেয়েছে ইডি। অয়ন শীলের ১৬টি ফ্ল্যাট রয়েছে বলে দাবি ইডির। সূত্রের খবর, গত এক সপ্তাহে আরও আটটি ফ্ল্যাটের কথা জানতে পেরেছেন ইডির তদন্তকারীরা। এর মধ্যে বেশিরভাগ সম্পত্তিই রয়েছে হুগলিতে।
ইডির দাবি, নিজের নামের পাশাপাশি আত্মীয়দের নামেও কোটি কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন অয়ন। এছাড়াও, অয়নের নামে-বেনামে প্রায় ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে হদিস মিলেছে বলে ইডি সূত্রে খবর। অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী এবং অয়নের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের কর্মীদের নামে খোলা হয়েছিল অ্যাকাউন্ট।
ARPITA HAZRA