Panchayat Election 2023: দফায় দফায় উত্তপ্ত ভাঙড়! জমি রক্ষা কমিটির মুখোমুখি তৃণমূল, তুলকালাম কাণ্ড

Last Updated:

অপরদিকে, এক কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমি দিতে এলে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ পরে যদিও পুলিশ ওই কংগ্রেস প্রার্থীকে সঙ্গে নিয়ে গিয়ে ডিসিআর থেকে মনোনয়ন জমা করানোর ব‍্যবস্থা করে। সব মিলিয়ে মনোনয়ন ঘিরে সোমবার উত্তপ্ত ছিল ভাঙড়।

 ভাঙ্গরে মনোনয়ন কেন্দ্রের সামনে জমায়েত
 ভাঙ্গরে মনোনয়ন কেন্দ্রের সামনে জমায়েত
ভাঙড়: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন৷ গত ৯ জুন, অর্থাৎ, শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া৷ এদিন এই নমিনেশন ফাইল করাকে কেন্দ্র করেই দফায় দফায় উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়৷
সোমবার ভাঙড় ২ ব্লকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন জমি রক্ষা কমিটি। অভিযোগ, কাঁঠালিয়ার কাছে কোনও কারণে তাঁদের পথ আটকায় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে তুমুল বচসা বাঁধে জমি রক্ষা কমিটির সদস্যদের। তারপরই সেখানে এসে জড়ো হয় এলাকার তৃণমূল কর্মীরাও৷ ক্রমেই উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। একসময়ে তা সংঘর্ষের পর্যায়ে পৌঁছয়। শেষে দুই পক্ষকে সরিয়ে ছত্রভঙ্গ করে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: ভাত রান্না করতে গেলেই গলে যায়? একদম হবে ঝরঝরে ভাত, মেনে চলুন এই টিপস
বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা জারি থাকায় মনোনয়ন দিতে আসা একের পর এক প্রার্থীকে সম্পূর্ণ ভাবে চেক করে তবেই ভিতরে ঢোকার অনুমতি দিচ্ছিল পুলিশ। সেই সময়ও বিডিও অফিসের গেটের মুখে পুলিশের সঙ্গে আর এক প্রস্থ বচসা বাঁধে জমি রক্ষা কমিটির।
advertisement
অপরদিকে, এক কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমি দিতে এলে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ পরে যদিও পুলিশ ওই কংগ্রেস প্রার্থীকে সঙ্গে নিয়ে গিয়ে ডিসিআর থেকে মনোনয়ন জমা করানোর ব‍্যবস্থা করে। সব মিলিয়ে মনোনয়ন ঘিরে সোমবার উত্তপ্ত ছিল ভাঙড়।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: দফায় দফায় উত্তপ্ত ভাঙড়! জমি রক্ষা কমিটির মুখোমুখি তৃণমূল, তুলকালাম কাণ্ড
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement