১ ফেব্রুয়ারি জামিন পাবেন পার্থ। তবে শর্ত রয়েছে—
শীলকালীন ছুটি বা ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে ট্রায়াল কোর্টকে
জানুয়ারির মধ্যে শেষ করতে হবে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ
চার্জ ফ্রেম হয়ে গেলে এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ সম্পন্ন হলে, অবিলম্বে ইডি মামলায় জামিন পাবেন পার্থ (১লা ফেব্রুয়ারি বা তার আগে)
advertisement
জামিন পাওয়ার পর সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না
বিধায়ক পদ ছাড়া কোনও পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না
গত সপ্তাহের বুধবার অর্থাৎ ৪ ডিসেম্বর শুনানির পর রায়দান স্থগিত রাখে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, জামিন পেলেও তাঁর জেলমুক্তি ঘটবে না। যেহেতু সিবিআইয়ের মামলা রয়েছে তাই এখনই তিনি ছাড়া পাবেন না।
আদালত জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। পার্থের বিরুদ্ধে সিবিআইয়ের মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন। এখনও তাতে জামিন পাননি পার্থ। ২০২২সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ।