TRENDING:

Municipality Recruitment Scam ‍| Ed: ৪ লাখ টাকায় ঝাড়ুদারের চাকরি, ৬ লাখেই ইঞ্জিনিয়ার! এবার ‘ফাঁস’ পুর নিয়োগের রেট-চার্ট

Last Updated:

গত ৭ জুনই সল্টলেকের পুর দফতরের অফিস থেকে শুরু করে রাজ্যের ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই৷ বুধবার সকাল থেকেই দক্ষিণ দমদম পুরসভা থেকে শুরু করে দমদম, পানিহাটি, হালিশহর, টিটাগড়, নিউ ব্যারাকপুর, শান্তিপুর, কৃষ্ণনগর টাকি সব পুরসভাতেই পৌঁছয় সিবিআইয়ের আলাদা আলাদা দল৷ প্রত্যেকটি জায়গাতেই বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখেন তাঁরা৷ এখানেই শেষ নয়, সল্টলেকের পুর ও নগোরন্নয়ন দফতরেও হানা সিবিআইয়ের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একেবারে শিক্ষক নিয়োগের মডেলেই চাকরি বিক্রি হয়েছে পুরসভায়৷ প্রতিটি পদের চাকরির জন্য নির্দিষ্ট ছিল রেট চার্ট৷ নিজের রিপোর্টে তেমনটাই দাবি করেছে ইডি৷ শুধু তাই নয়, ইডির কাছে যাবতীয় এজেন্ট এবং ভুয়ো চাকরিপ্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা রয়েছে বলে জানিয়েছে তারা৷
advertisement

ইডির রিপোর্ট অনুযায়ী, ঝাড়ুদার,পিওন, অ্যাম্বুল্যান্স অ্যাটেন্ড্যান্ট, গাড়ির চালক, রাজমিস্ত্রি, ডাম্পার চালক৷ এই সমস্ত কাজের জন্য রেট ছিল ৪ লক্ষ টাকা৷ কেরানি, পুরসভার স্কুলের শিক্ষক, পাইপলাইন ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ড ক্যাশিয়ারের চাকরির জন্য নেওয়া হতো ৫ লক্ষ টাকা এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য রেট ছিল ৬ লক্ষ টাকা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দাবি, পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাকি এই রেট চার্ট মেনেই নাকি হতো চাকরি বিক্রি৷ ঠিক একেবারে সরকারি স্কুলে বেআইনি নিয়োগের ছাপানো মডেল৷

advertisement

আরও পড়ুন: নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে রাজ্যপালকে নিশানা! বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু

প্রসঙ্গত, স্কুলের চাকরির ক্ষেত্রেও ঠিক এমনই রেট চার্ট ছিল বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছিল৷ সেখানেও শ্রেণি, দূরত্ব, প্রাপ্ত নম্বর এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করে তৈরি হত রেট চার্ট৷

advertisement

ইডি-র ফাইল করা রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৬০ টি পুরসভা জুড়ে ২০১৪-১৫ সালের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র ১৭টি পদের ক্ষেত্রে প্রায় ৬০০০ শূন্যপদে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে৷ এই পুরসভাগুলির তালিকায় রয়েছে কাঁচড়াপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, বরানগর, হালিশহর, দক্ষিণ দমদম এবং উত্তর দমদম পুরসভা সহ আরও অনেক৷

advertisement

এক ঊর্ধ্বতন ইডি আধিকারিক বলেন, ‘‘এই সমস্ত টাকা সংশ্লিষ্ট পুরসভার চেয়ারপার্সন এবং বিভিন্ন সরকারি আধিকারিকেরা নিত বলে মনে করা হচ্ছে৷ যে সমস্ত এজেন্ট এই টাকা সংগ্রহ করতেন এবং যে সমস্ত চাকরিপ্রার্থী, চাকরির বিনিময়ে টাকা দিয়েছিলেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা আমাদের কাছে আছে৷ আমরা পুরো বিষয়টা তদন্ত করে দেখছি৷ আমাদের কাছে যে তথ্য আছে, তা দেখে মনে হচ্ছে, নিয়োগ প্রক্রিয়ায় গরমিল করে, টাকার বিনিময়ে বিভিন্ন পুরসভার প্রায় ৬০০০ শূন্যপদের চাকরি বিক্রি করা হয়েছে৷’’

advertisement

আরও পড়ুন: গার্লস হস্টেল চত্বরের মধ্যেই দেদার চলত ‘এই’ কীর্তি…! মুম্বইয়ে ছাত্রীকে ধর্ষণ করে খুনে সামনে এল শিউরে ওঠা তথ্য

যদিও পুর নিয়োগ দুর্নীতির গোটা বিষয়টাকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছে তৃণমূল৷ প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় এ বিষয়ে বলেন,‘‘যদি এজেন্সির কাছে রাজনৈতিক নেতা এবং আধিকারিকদের বিরুদ্ধে প্রমাণ থাকে, তাহলে তা ওঁরা মানুষের সামনে আনুক৷ তারা তদন্ত করে মূল দোষীকে গ্রেফতার করতেই পারে৷ আমাদের সরকার কখনও অপরাধীদের আড়াল করার চেষ্টা করেনি৷ যদি কেউ দুর্নীতিগ্রস্ত বলে প্রমাণিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আমাদের দলের তেমন সদস্যদের গ্রেফতার করিয়েছেন৷ ’’

গত ৭ জুনই সল্টলেকের পুর দফতরের অফিস থেকে শুরু করে রাজ্যের ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই৷ বুধবার সকাল থেকেই দক্ষিণ দমদম পুরসভা থেকে শুরু করে দমদম, পানিহাটি, হালিশহর, টিটাগড়, নিউ ব্যারাকপুর, শান্তিপুর, কৃষ্ণনগর টাকি সব পুরসভাতেই পৌঁছয় সিবিআইয়ের আলাদা আলাদা দল৷ প্রত্যেকটি জায়গাতেই বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখেন তাঁরা৷ এখানেই শেষ নয়, সল্টলেকের পুর ও নগোরন্নয়ন দফতরেও হানা সিবিআইয়ের৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে গোয়েন্দাদের সামনে আসে তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের যোগাযোগ প্রসঙ্গ৷ এই অয়ন শীলের চুঁচুড়া ও সল্টলেকের বাড়ি ও অফিসে হানা দিয়েই রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি সামনে আসে বলে অভিযোগ ইডির৷ সেই তথ্য আদালতে জানাতেই পুর দুর্নীতি কাণ্ডেও সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত৷ বর্তমানে ইডি এবং সিবিআই, দুই সংস্থাই যৌথ ভাবে তদন্ত করছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Municipality Recruitment Scam ‍| Ed: ৪ লাখ টাকায় ঝাড়ুদারের চাকরি, ৬ লাখেই ইঞ্জিনিয়ার! এবার ‘ফাঁস’ পুর নিয়োগের রেট-চার্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল