TRENDING:

চিঠি মামলায় এবার সংশোধনাগারে গিয়ে কুন্তলের বয়ান নেবে সিবিআই 

Last Updated:

CBI: দু’একদিনের মধ্যে সংশোধাগারে যাবে সিবিআই টিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে বিচারক ও হেস্টিংস থানায় অভিযোগ পত্র। কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ কুন্তল ঘোষের।
advertisement

চিঠি মামলায় এবার সিবিআই জেরার মুখে পড়তে চলেছেন কুন্তল ঘোষ।প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে কুন্তল ঘোষকে জেরার অনুমতি পেল সিবিআই।

মঙ্গলবার আলিপুর আদালত থেকে অনুমতি পেয়েছে সিবিআই। ইতিমধ্যে চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে।

আরও পড়ুন- তৈরি ‘ইনভেস্টিগেশন ফান্ড’! কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারদের কী সুবিধা দেবে এটি

advertisement

প্রসঙ্গত শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পরের দিন আদালতে পেশ করার সময় সংবাদ মাধ্যমে কুন্তল দাবি করেন যে,  হেফাজতে থাকার সময় বলপূর্বক অভিষেকের নাম বলার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছে। তারপর, ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন কুন্তল।

advertisement

পুলিশি হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান হেস্টিংস থানাতেও। এর পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে চিঠি প্রসঙ্গ আদালতে জানায় ইডি।

আদালত পর্যবেক্ষণে জানায়, প্রয়োজনে সিবিআই বা ইডি কুন্তল ও অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। ইতিমধ্যে অভিষেকের বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সংশোধনাগারে গিয়ে কুন্তল ঘোষের বয়ান রেকর্ড করা হবে। দু’একদিনের মধ্যে সংশোধাগারে যাবে সিবিআই টিম।

advertisement

অন্যদিকে গ্রুপ সি নিয়োগ মামলাতে সংশোধানাগারে গিয়ে নাইসার আধিকারিক নীলাদ্রি দাসকে জেরা করবে সিবিআই।

আরও পড়ুন- ‘বিজেপিকে সরাতে সবাই এককাট্টা’, কেজরিওয়ালের সঙ্গে বৈঠক শেষে বার্তা মমতার

আদালত থেকে মিলেছে সেই অনুমতি। বুধবার সংশোধানাগারে গিয়ে তার বয়ান রেকর্ড করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত গ্রুপ সি নিয়োগ মামলায় সপ্তাহ খানেক আগে নাইসার এক আধিকারিকের গোপন জবান বন্দি হয়েছে, উঠে এসেছে তথ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেই তথ্য খতিয়ে দেখতে জেলে গিয়ে এবার নীলাদ্রিকে জেরা করবে সিবিআই। ইতিমধ্যে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে। আগামী দিনে নাইসার বেশ কয়েকজন আধিকারিকের বয়ান রেকর্ড করবে সিবিআই।

বাংলা খবর/ খবর/কলকাতা/
চিঠি মামলায় এবার সংশোধনাগারে গিয়ে কুন্তলের বয়ান নেবে সিবিআই 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল