শুধু এই রাজ্যেরই নয়, ভিন রাজ্য থেকেও বহু পরীক্ষার্থীরা আজ এসেছেন পরীক্ষা দিতে ৷ বিহার থেকেও অনেক পরীক্ষার্থীরা এসেছে ৷ কিন্তু অনেক দূরে দূরে তাঁদের পরীক্ষার সিট পড়ায়, স্বভাবতই সমস্যায় পড়ছেন তাঁরা ৷
৬০০০ অনুমোদিত পদের জন্য প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থী আজ পরীক্ষা দিচ্ছেন। ভিন রাজ্য থেকে প্রায় পাঁচ লক্ষ পরীক্ষার্থী এসেছেন। পরীক্ষা চলবে দুপুর আড়াইটে থেকে বিকেল ৩:৪৫ মিনিট পর্যন্ত। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে শুক্রবার রাত থেকেই পরীক্ষার্থী ও তাঁদের আত্মীয়দের ভিড় বেড়েছে।
advertisement
২০১৩ সালে টেট পরীক্ষায় প্রায় ১২ লক্ষ পরীক্ষার্থীর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার মত অবস্থা হয়। কেউ বাসের মাথায়, কেউ আবার গাড়ি ভাড়া করে দূর দূরান্তে পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অনেকে। পরীক্ষার জন্য এদিন তাই বিশেষ বাস ও ট্রেন চালাচ্ছে প্রশাসন। ফেরিঘাট গুলিতেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পূর্ব রেলওয়েতে চালু ৬টি বাড়তি ট্রেন ৷ বর্ধমান লাইনে ৪টি বাড়তি ডাউন ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ৷ পরীক্ষার জন্য চালু থাকছে ৩০০টি মেট্রো ৷ গ্যালোপিং লোকাল ট্রেনও আজ প্রতিটি স্টেশনে থামবে বলে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
গোটা রাজ্যে প্রায় ৬ হাজার পরীক্ষাকেন্দ্রে চলবে পরীক্ষা ৷ প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে থাকবে মেডিক্যাল টিম ৷ পরীক্ষা দিতে ভিনরাজ্য থেকে সাড়ে ৫ হাজার পরীক্ষার্থীরা আজ এসেছেন এরাজ্যে ৷ স্টেশনে পরীক্ষার্থীদের জন্য রয়েছে হেল্পক্যাম্প ৷ সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা নিতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে ৷