প্রসঙ্গত, এবার করোনার প্রকোপ কাটিয়ে রঙের উৎসবে মেতেছিলেন বঙ্গবাসী। গত দু’বছর সেই আনন্দে ভাটা পড়েছিল করোনাভাইরাসের কারণে। আর দোল উৎসবেও পাল্লা দিয়ে বিক্রি হয়েছিল মদ। এমনকী দোলের সপ্তাহে মদ বিক্রি করে রেকর্ড আয় করেছিল রাজ্য সরকার। আবগারি দফতরের হিসাব অনুযায়ী, দোলের সপ্তাহের চারদিনে বিপুল আয় বেড়েছিল।
আরও পড়ুন: পাড়ার কুকুরগুলোর প্রবল চিৎকার, এরপরই বাড়ির বাথরুমে যা দেখা মিলল, চক্ষু চড়কগাছ
advertisement
আবগারি দফতর সূত্রে খবর, দোলের সপ্তাহে শুক্রবার ছিল দোল পূর্ণিমা এবং শনিবার হোলি। আর বৃহস্পতিবার থেকেই সুরাপ্রেমীরা সংগ্রহ করে রেখেছিলেন মদ। আর তাতেই চারদিনে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। যদিও দোলের দিন, অর্থাৎ শুক্রবার বন্ধ ছিল মদের দোকান। একদিনে ৭০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। গত বছরের তুলনায় এই বছর মদ বিক্রির হার অনেকটাই বেড়েছে।
আরও পড়ুন: ফের খুনের বদলা আগুন, জ্বলল বাড়ি-গাড়ি! গলসিতে ঠিক ঘটল কী? পুরুষশূন্য গ্রাম
উল্লেখ্য, তার আগে ২০২১ সালের দুর্গাপুজো এবং বর্ষবরণেও রাজ্যে রেকর্ড মদ বিক্রি হয়েছিল। সূত্রের খবর, বড়দিন থেকে বর্ষবরণ থেকে এখনও পর্যন্ত প্রতিদিনের হিসাবে ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে গোটা রাজ্যে। পুজো ও বড়দিনের সময় গোটা রাজ্যে প্রায় ৬৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল।