বেলেঘাটা শিশুখুনের তদন্তে নেমে এমনই অনেক প্রশ্ন ভাবাচ্ছে পুলিশকে। মেয়ে হওয়ায় মহিলার উপর কোনও পারিবারিক চাপ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে কন্যাসন্তান নিয়ে যখন সমাজের একাংশের আপত্তি, এখনও ঘোর বাস্তব। যদিও একথা মানতে নারাজ বেলেঘাটার মালো পরিবার।
তা হলে কেন খুন করা হল আড়াই মাসের কন্যাসন্তানকে? মনোবিদদের একাংশ বলছেন, মা হওয়ার পর অনেক মহিলাই অবসাদে ভোগেন। মনস্তত্ত্বের পরিভাষায় যাকে বলে পোস্টপার্টাম সাইকোসিস। খুনের পিছনে থাকতে পারে এই কারণও।
advertisement
দায়ী ‘পোস্টপার্টাম সাইকোসিস’? মনোবিদদের মতে, মা হওয়ার অবসাদ ঠেলে দিতে পারে আত্মহত্যার দিকেও।
প্রাথমিকভাবে অবশ্য শিশুখুনে দ্বিতীয় কোনও ব্যক্তির মদত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
তদন্তে নেমে সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। শিশুখুনের কিনারা করতে, প্রয়োজনে মনোবিদের সাহায্যও নিতে পারেন তদন্তকারীরা।