TRENDING:

Narada Scam: শোভন গ্রেফতার হতেই সিবিআই দফতরে রত্না, কারণ ঘিরে ধোঁয়াশা

Last Updated:

নারদা কাণ্ডে (Narada Scam) সরাসরি অভিযুক্ত নন রত্না৷ এ দিন সিবিআই দফতরে ঢোকার সময় বেহালা পূর্বের বিধায়ক জানিয়েছেন, সিবিআই ডেকেছে বলেই তিনি এসেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শোভন চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই সিবিআই দফতরে হাজির হলেন রত্না চট্টোপাধ্যায়৷ যদিও নারদা কাণ্ডে সরাসরি অভিযুক্ত নন রত্না৷ এ দিন সিবিআই দফতরে ঢোকার সময় বেহালা পূর্বের বিধায়ক জানিয়েছেন, সিবিআই ডেকেছে বলেই তিনি এসেছেন৷ তবে কেন তাঁকে ডাকা হয়েছে তিনি জানেন না৷
advertisement

নারদা কাণ্ডের তদন্তে এ দিনই রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই৷ আজই তাঁদের আদালতে তোলা হবে৷

বর্তমানে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে৷ নারদা কাণ্ডের তদন্ত চলাকালীনই দু' জনের সম্পর্কে অবনতি হয়৷ যে সময়ে নারদা কাণ্ডে শোভনের নাম জড়ায়, তখন তিনি কলকাতা পুরসভার মেয়র ছিলেন৷ পরে দলত্যাগ করে বিজেপি-তে যোগ দেন শোভন৷ যদিও প্রার্থী হওয়া নিয়ে মতান্তরের জেরে বিজেপি-র সঙ্গেও সম্পর্ক ত্যাগ করেন শোভন চট্টোপাধ্যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

তবে একা রত্না চট্টোপাধ্যায় নন, ইতিমধ্যে সিবিআই দফতরে পৌঁছেছেন ফিরহাদ হাকিমের মেয়ে, মদন মিত্রের ছেলেও৷ প্রত্যেক নেতার আইনজীবীরাও পৌঁছে গিয়েছেন সিবিআই দফতরে৷ সবথেকে বড় কথা, সিবিআই দফতরে গিয়ে বসে আছেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Narada Scam: শোভন গ্রেফতার হতেই সিবিআই দফতরে রত্না, কারণ ঘিরে ধোঁয়াশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল