TRENDING:

'বৈশাখীই দায়ী!' ক্ষোভে ফেটে পড়লেন রত্না চট্টোপাধ্যায় ! দেখুন ভিডিও--

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক রত্না চট্টোপাধ্যায় ৷ রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন তিনি ৷
advertisement

দোষারোপ, পাল্টা দোষারোপ চলছেই ৷ একদিকে শোভন চট্টোপাধ্যায়, অন্যদিকে শোভনের প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ৷ কেউই ছেড়ে কথা বলছেন না ৷ ঘোলা জলে নেমে পড়েছেন বৈশাখীর স্বামী মনোজিৎ মণ্ডলও ৷ সংসার ভাঙার অভিযোগ জন্য সরাসরি বৈশাখীকেই দায়ী করেছেন রত্না ৷ আজ স্ত্রীর হয়ে মাঠে নামেন বৈশাখীর স্বামী মনোজিৎ মণ্ডল ৷ স্ত্রীর হয়ে ওকালতি করতেই দেখা গিয়েছে তাঁকে ৷ কিন্তু তাঁকেও ছেড়ে কথা বলেননি শোভন-পত্নী ৷ রত্না বলেন, ‘‘অত্যন্ত ভাল লোক ছিলেন শোভন ৷ রাজনীতিই তাঁর কাছে শেষ কথা ছিল ৷ পরিবারকে সময় দিয়েছেন ৷ সন্তানদের সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন ৷ দেড় বছরে সব শেষ হয়ে গেল ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু তাই নয়, এই ঘটনার পিছনে মনোজিৎ সমানভাবে দায়ী বলেও অভিযোগ তোলেন রত্না ৷ News18 Bangla-কে রত্না জানান, ‘‘শোভনের বিরুদ্ধে চক্রান্ত করেছেন মনোজিৎ ৷ কেন মনোজিৎ বৈশাখীকে আটকাচ্ছেন না?’’ রত্না-মনোজিতের মেয়ের প্রসঙ্গ এনে রত্না বলেন, ‘‘ওঁদেরতো একটা ছোট্ট মেয়েও রয়েছে ৷ মা-বাবার কাছে সে কী শিখছে?’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
'বৈশাখীই দায়ী!' ক্ষোভে ফেটে পড়লেন রত্না চট্টোপাধ্যায় ! দেখুন ভিডিও--