কিন্তু, নজরদারির স্বার্থে এবার জ্যোতিপ্রিয়র কেবিনে এবার সিসি ক্যামেরা লাগাতে চান ইডি গোয়েন্দারা৷ এই মর্মে এদিন আর্জি জানানো হল আদালতে৷ এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন, জোত্যিপ্ৰিয় মল্লিক একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি, জেলে ও হাসপাতালে থাকা অবস্থায় প্রমাণ লোপাট করে দিতে পারেন বলে দাবি তাঁর৷ সেকারণে, ধৃত মন্ত্রীকে যেখানে রাখা হয়েছে, সেই Icu-র সিসিটিভি ফুটেজ চাইল তদন্তকারী সংস্থা৷ হাসপাতালে জোত্যিপ্ৰিয়কে যেখানে রাখা হয়েছে, সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে সেই লিঙ্ক তদন্তকারী অফিসারকে দেওয়া হোক বলে দাবি ইডির আইনজীবীর।
advertisement
আরও পড়ুন:‘জ্যোতিপ্রিয়কে কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি
সূত্রের খবর, এখন, মন্ত্রীর কেবিনে কে ঢুকছেন, কে বেরচ্ছেন, তা জানার জন্যেই সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইছে ইডি৷ এর পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, হাসপাতালে কড়া নিরাপত্তা দেওয়া হোক। বাইরের কেউ যাতে কেবিনের ভিতরে ঢুকতে না পারেন, সেই বিষয়টি নিশ্চিত করা হোক। অর্থাৎ, জ্যোতিপ্রিয়র উপরে সর্বক্ষণের নজরদারি চালাতে চাইছে ইডি।
আরও পড়ুন:পানীয় জলের সমস্যা? এবার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই মুশকিল আসান, জানালেন মন্ত্রী
এদিকে এদিন জোত্যিপ্ৰিয় আইনজীবী আদালতে আবারও জানান, তাঁর মক্কেল শারীরিক ভাবে একেবারেই ফিট নন৷ তাঁর কিডনির ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত৷ উনি জেলে থাকার সময় খুব অসুস্থ ছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন তা-ই তাঁর পরিবারের সদস্যেরা জানতে উদ্বিগ্ন বলে জানান জ্যোতিপ্রিয়র আইনজীবী৷ তবে এদিনও জ্যোতিপ্রিয়র জামিনের আর্জি জানাননি তিনি৷