Water Problem: পানীয় জলের সমস্যা? এবার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই মুশকিল আসান, জানালেন মন্ত্রী

Last Updated:

বিধানসভায় মন্ত্রকের দেওয়া সূত্রের খবর অনুযায়ী, গত আড়াই বছরে হয়েছে রাজ্যে ৬৯.০২ লক্ষ পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। তার মধ্যে এগিয়ে থাকা জেলা নদিয়া ৮.৯৩ লক্ষ, বাঁকুড়া ১.৫৩ লক্ষ, উত্তর ২৪ পরগণা ৩.৭৫ লক্ষ, পূর্ব বর্ধমান ৭.১২ লক্ষ, পিছিয়ে আছে পশ্চিম মেদিনীপুর জেলা।

কলকাতা: বাড়ি বাড়ি পানীয় জলে অসুবিধা? কোন এলাকায় পানীয় জলের কী হাল? খোদ বিধানসভায় এবার অভিযোগ সেল খুলে দিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতর মন্ত্রী। রাখা হল পানীয় জলের সমস্যার জন্য বিশেষ ড্রপ বক্স৷ মন্ত্রী জানালেন, এবার থেকে এইখানেই পানীয় জল সংক্রান্ত যে কোনও অভিযোগ জানাতে পারবেন শাসক-বিরোধী উভয়পক্ষের বিধায়ক।
মন্ত্রক সূত্রের খবর, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজকে বিশেষ গুরুত্ব দিতে চায় রাজ্য। জানা গিয়েছে, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের টার্গেট রাজ্যের এক কোটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। আগামী চার মাসেই লক্ষ্যমাত্রা দেওয়া ৩১ লক্ষ।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘কেন্দ্রের কাছে ৭০০০ কোটি টাকা পায় রাজ্য’! বঙ্গ সফরের আগে অমিত শাহকে খোলা চিঠি তৃণমূলের, জোরাল আক্রমণ
বিধানসভায় মন্ত্রকের দেওয়া সূত্রের খবর অনুযায়ী, গত আড়াই বছরে হয়েছে রাজ্যে ৬৯.০২ লক্ষ পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। তার মধ্যে এগিয়ে থাকা জেলা নদিয়া ৮.৯৩ লক্ষ, বাঁকুড়া ১.৫৩ লক্ষ, উত্তর ২৪ পরগণা ৩.৭৫ লক্ষ, পূর্ব বর্ধমান ৭.১২ লক্ষ, পিছিয়ে আছে পশ্চিম মেদিনীপুর জেলা।
advertisement
এছাড়াও, মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে দু’টো হোয়াটসঅ্যাপ নম্বর৷ ৮৯০২০২২২২২ ও ৮৯০২০৬৬৬৬৬৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Water Problem: পানীয় জলের সমস্যা? এবার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই মুশকিল আসান, জানালেন মন্ত্রী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement