আরও পড়ুন: মোদির পরে মমতার সঙ্গে একান্ত বৈঠকে বসবেন হাসিনা
শুধু এখানে নয়, অন্য জায়গাতেও আরও আটা, চাল, ডাল ছড়ানো। নিউজ18 বাংলাকে দেখে ততক্ষণে অভিযুক্ত মনোজ সাউ বুঝে গিয়েছেন বিপাকে পড়েছেন। শুরু হল অন্য খেলা
কী কী টাকা দেবেন?
দুর্নীতি ঢাকতে সামনে রাখা গম ভাঙানোর মেশিন। যেখানে গম ভাঙানো হয়, সেখানে দেখা যাচ্ছে আটা। চোখে ধুলো দিতে প্ল্যানটা খারাপ নয়।
advertisement
রিষড়ার প্রভাসনগরে রেশন দূর্নীতির এই ঘটনা প্রকাশ্যে আসতেই ভিড় বাড়তে থাকে।
আরও পড়ুন: মোদি-মমতা-হাসিনা, ৩ হেভিওয়েটের উপস্থিতিতে শান্তিনিকেতন জুড়ে কড়া নিরাপত্তা
কিন্তু রেশনে গরিব মানুষের জন্য বরাদ্দ এত আটা ঘুরপথে মনোজের দোকানে এল কী করে? কিছুতেই তা ভাঙলেন না অভিযুক্ত।
অবশেষে খবর দেওয়া হল পুলিশকে। তল্লাশিতে বেরোল আরও গো-ডাউনের কথা জানা যায়।
মনোজকে ধরে নিয়ে যায় পুলিশ। রেশনে গরিব মানুষের জন্য বরাদ্দ আটা, চাল কালোবাজারে বিক্রির খবর নিউজ18 বাংলা তুলে ধরেছে। এবার খুঁজে বের করা দরকার দূর্নীতিগ্রস্ত রেশন ডিলারদের। পুলিশ ও খাদ্য দফতরকেই তা দেখতে হবে। যে দিকে নজর থাকবে আমাদেরও।