গতকালের বিষয়ে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘আমার বাড়িতে তল্লাশি হল। আউটকাম কী? জিজ্ঞাসা করলাম। বলল, আমাদের কিছু করার নেই। ডিউটি তাই আসতে হয়। আমি এখন পুরপ্রধান নই। আর পুরসভার তদন্তে এলে, আমার বাড়িতে ব্যক্তিগত ভাবে নয়, যাওয়া উচিত ছিল পুরসভায়। তাঁদের কিছু বলার নেই। খালি বলছে ওই হয়েছে, এই দেখেছি, অনেক টাকা দেখেছি।’’
advertisement
আরও পড়ুন: কামদুনি কাণ্ডে ফাঁসির সাজা রদ হাইকোর্টে, ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩
তাঁর কথায়, যদি পুর দুর্নীতি কাণ্ডে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে তাহলে তাঁকে তলব করা হোক৷ কিন্তু, তা না করে হঠাৎ সকাল সাড়ে ৬টায় কেন তাঁর বাড়িতে হাজির হলেন ইডির আধিকারিকেরা!
রথীনের কটাক্ষ, ‘‘আসলে ২০২৪ অবধি এমনটাই চলবে। রাজভবন অভিযানের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতেই ঘোষণা করে এসেছিলেন। কিন্তু রাজ্যপাল দেখা করলেন না। উত্তরবঙ্গ হয়ে দিল্লি চলে গেলেন। তাই যতক্ষণ না তিনি আসছেন আমরা এই ধর্না চালাব।’’
আরও পড়ুন: বীভৎস অবস্থা উত্তরবঙ্গের! রাজ্যের একাধিক জেলায় জারি রেড অ্যালার্ট, কবে থামবে দুর্যোগ!
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে মুখোমুখি দেখা করতে চায় তৃণমূল৷ কিন্তু, বর্তমানে তিনি দিল্লি সফরে থাকায় ধর্নামঞ্চে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তৃণমূল৷ নেতৃত্বে রয়েছে, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷