TRENDING:

‘ আদর্শ রসগোল্লা ’ বলতে কোন রসগোল্লাকে বোঝায় ? জেনে নিন

Last Updated:

একদম সনাতন পদ্ধতিতে তৈরি, খাঁটি বাঙালি রসগোল্লাই জিআই স্বীকৃতি পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  রসগোল্লার একাল আর সেকাল। জিআই স্বীকৃতি পাওয়ার পর বাঙালির পাতে পড়তে চলেছে আদর্শ রসগোল্লা। একদম সনাতন পদ্ধতিতে তৈরি, খাঁটি বাঙালি রসগোল্লাই জিআই স্বীকৃতি পেয়েছে। রসগোল্লা বিপণনে মানতে হবে সেই পদ্ধতি। বুধবার রাজ্যের হাতে এসেছে রসগোল্লার জিআই সার্টিফিকেটও। তারপরই এব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে কমিটি তৈরির পথে রাজ্য সরকার।
advertisement

রসগোল্লার জিআই শংসাপত্র পেয়ে গিয়েছে রাজ্য। বুধবার সেই সার্টিফিকেট হাতে আসার পর এবার আদর্শ রসগোল্লা পাতে পড়ার অপেক্ষা ?

আদর্শ রসগোল্লা ? সেটা আবার কি ? দেখুন তো সেই রসগোল্লা কখনও খেয়েছেন কিনা  ?  আদর্শ রসগোল্লা বলতে কোন রসগোল্লাকে বোঝায় ? জেনে নিন ৷

আদর্শ রসগোল্লা  

- দুধ ফুটিয়ে ছানা তৈরি করতে হবে। এটাই রসগোল্লার প্রধান উপাদান

advertisement

-মসলিন কাপড়ে জড়িয়ে ছানার জল ঝরানো ও মিহি করা হবে

-মিহি হওয়া ছানা দিয়ে বিশেষ পদ্ধতিতে বলের মতো প্রস্তুত

-জলে চিনি ফেলে উনুনের আঁচে গরম করে চিনির সিরাপ বা রস তৈরি হবে

-চিনির রসে ছানার বলগুলি দিয়ে নাড়াচাড়া করা। রসের ঘনত্ব কমাতে ঠাণ্ডা জল ব্যবহার

advertisement

-রসগোল্লা সঠিক আকারে এনে উনুন থেকে নামিয়ে নিতে হবে

-আলাদাভাবে তৈরি করা চিনির রসে তা ডুবিয়ে রাখতে হয়। এই রসে চিনির অনুপাত হবে ৩০ থেকে ৪০ শতাংশ

এই রসগোল্লাই বাংলার রসগোল্লা বলে স্বীকৃতি পেয়েছে। তিনটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ করে রসগোল্লার এই রেসিপির পক্ষে সওয়াল করেছিল রাজ্য।

advertisement

রাজ্যের প্রায় ১ লক্ষ মিষ্টির দোকানেই সকাল-বিকেল রসগোল্লা তৈরি হয়। এর বেশিরভাগই রসগোল্লাকেই আদর্শ রসগোল্লা বলা যায় না। এনিয়েও রয়েছে একগুচ্ছ সতর্কতা

রেসিপি সতর্কতা 

- রসগোল্লার রঙ সাদা কিংবা হালকা সাদা হতে হবে

- সুজি বা ময়দার মতো উপাদান ব্যবহার করা যাবে না

advertisement

- পরিচ্ছন্নতা বিধি মেনেই রসগোল্লা তৈরি করতে হবে

- মিষ্টির রস তৈরি হবে বেঁধে দেওয়া অনুপাত মেনেই

সেরা ভিডিও

আরও দেখুন
নদিয়ায় সান্তা ক্লজ 'ফিভার', বড়দিনে ঘর সাজানোর দারুণ দারুণ জিনিসের দাম শুরু ১৫ টাকা থেকে
আরও দেখুন

রসগোল্লার গুণমান, কারিগরদের প্রশিক্ষণ, জিআই স্বীকৃতির মতো বিষয়ে সাহায্য করতে কমিটি তৈরি করছে রাজ্য সরকার। আন্তর্জাতিক বিপণনের বিষয়টিও দেখবে এই কমিটি। একইসঙ্গে মিষ্টি দই, চন্দননগরের জলভরা, মুর্শিদাবাদের ছানাবড়া, ক্ষীরকদম ও শক্তিগড়ের ল্যাংচার জিআই স্বীকৃতি চেয়েও আবেদন করছে রাজ্য সরকার।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘ আদর্শ রসগোল্লা ’ বলতে কোন রসগোল্লাকে বোঝায় ? জেনে নিন