রানাঘাট রেলওয়ে স্টেশনে বসে 'এক পেয়ার কা নগমা হ্যায়' গান গেয়ে মুহূর্তে ইন্টারনেটে ঝড় তুলেছিলেন রানু মণ্ডল। বিভিন্ন রিয়ালিটি শো-এর পর্দায় তাঁকে অতিথি হিসেবে ডাকা থেকে বলিউডের জনপ্রিয় কম্পোজার হিমেশ রেশমিয়াও কাজ করিয়েছেন তাঁকে দিয়ে। রানুর গান নিমেষে নজর কেড়েছে বহু মানুষের। তবে রানুকে নিয়ে কটাক্ষ ও সমালোচনা কোনওদিনই বন্ধ হয়নি। যেমন বন্ধ হল না এবারেও। ইয়োহানির গাওয়া 'মানিকে মাগে হিথে' রানুর কণ্ঠে শুনে, নেটিজেনজের বক্তব্য, 'কান দিয়ে রক্ত ঝরছে'।
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে। সেখানে দেখা গিয়েছে লাল টি-শার্ট পরে 'মানিকে মাগে হিথে' গাইছেন রানু (Ranu Mondal)। তাঁকে সব সময় ছেঁড়া নাইটি আর গামছা পরে থাকতেই দেখা যায়। কিন্তু এই ভিডিওতে লাল টি-শার্ট পরেছেন তিনি। এবং নিজের ছন্দে গেয়ে চলেছেন, "মানিকে মাগে হিথে"। তিনি এখন রানাঘাটে নিজের ভাঙা বাড়িতেই থাকেন। তাঁর ঘরে একটা ছোট্ট আলো জ্বলে। এখন আর খোঁজ নেন না কেউই। বলিউড থেকে পাওয়া টাকা পয়সা সব শেষ। আবার সেই পথের ভিখারি রানু মণ্ডল। তাঁকে নিয়ে তৈরি হওয়া হই-চইতে ভাঁটা পড়েছে বইকি। তবে তার মধ্যেও সুখবর হল রানুকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা।
আরও পড়ুন: 'মানিকে মাগে হিথে' গায়িকা ইয়োহানি ভারতে আসছেন, কবে কোথায় তাঁর অনুষ্ঠান? জানুন
ইয়োহানির গান নিয়ে ইন্টারনেটে যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে, রাণুর গান নিয়ে অবশ্য একেবারেই উল্টো জিনিস দেখা গিয়েছে। তবে রাণু গানটি কোথাও ভুল গাননি। বরং ভিডিওটি এডিট করে তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।