পুলিশ সূত্রে খবর, শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৬০টি মিছিল রাস্তায় বেরোবে ৷ এই সমস্ত মিছিলের উপরই থাকবে পুলিশের কড়া নজরদারি ৷ সাদা পোশাকে ভিড়ের মধ্যেই মিশে থাকবেন পুলিশ কর্মীরা ৷ মিছিলে যদি কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করেন কিংবা অস্ত্র হাতে মিছিলে হাঁটেন তাহলে তাকে গ্রেফতার করারও হুঁশিয়ারি দিয়েছে লালবাজার ৷ মিছিলের জন্য অতিরিক্ত ২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ তবে, এক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে ৷ চিরাচরিত রীতি মেনে যদি অস্ত্র হাতে যদি কেউ মিছিলে হাঁটেন তাহলে তাকে আটক করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে লালবাজার ৷
advertisement
উল্লেখ্য রামনবমী পালন কিন্তু রাজ্যবাসী খুব একটা টের পেতেন না ৷ কিন্তু গত বছরই অস্ত্র মিছিলের জেরেই রামনবমীকে ঘিরে বাংলার ছবিটা বদলে গিয়েছে ৷ শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অস্ত্র ছাড়া মিছিল বের করার ৷ অপরদিকে, দিলীপ ঘোষ সরাসরি অস্ত্র মিছিলের ডাক দিয়েছেন ৷ কিন্তু এতে সম্প্রীতি নষ্ট হবে এবং অশান্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে ৷
উল্লেখ্য, একদিকে যখন অস্ত্র হাতে মিছিল নিয়ে অশান্তির আশঙ্কা তৈরি হচ্ছে, তখন মেদিনীপুরের কেরানিচটিতে জুলুমবাজির অভিযোগ উঠেছে বজরং কমিটি নামে একটি সংগঠনের বিরুদ্ধে। অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করায় বাসের কনডাক্টরকে তারা মারধর করে। বীরভূমের রামপুরহাটে আবার রামনবমী উপলক্ষ্যে দেখা গিয়েছে উন্মাদনার আরেক ছবি।