TRENDING:

রমাপদ চৌধুরী প্রয়াত, সাহিত্য জগতে শোকের ছায়া

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চলে গেলেন কিংবদন্তি সাহিত্যিক রমাপদ চৌধুরী। রেখে গেলেন অসামান্য সব বাংলা ছোটগল্প ও উপন্যাস। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই সাহিত্যিক।
advertisement

১৯২২ সালের ২৮ ডিসেম্বরে মেদিনীপুরের খড়্গপুরে তিনি জন্মগ্রহণ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন তিনি। যুক্ত ছিলেন কলকাতার এক নামী সংবাদর পত্রিকার সঙ্গে {

অল্প বয়স থেকেই লেখালেখি শুরু। যুগান্তরে প্রকাশিত হয়েছিল জীবনের প্রথম গল্প ‘উদয়াস্ত’। সেই শুরু। খুব তাড়তাড়ি পাঠকের ভালবাসা জিতে নিয়েছিলেন তিনি। তাঁর বহু বিখ্যাত উপন্যাসের মধ্যে ‘বনপলাশীর পদাবলী’, ‘এখনই’, ‘খারিজ’, ‘লালবাঈ’, ‘দ্বীপের নাম টিয়ারং’ ইত্যাদি উল্লেখযোগ্য। উপন্যাসের মতো গল্পেও তাঁর দক্ষতা ছিল অসামান্য। ‘ভারতবর্ষ’-এর মতো ছোটগল্প বাংলা ছোটগল্পের এক অমোঘ মাইলফলক হয়ে রয়েছে। তাঁর বহু উপন্যাসের চলচ্চিত্রায়নও হয়েছে। তার মধ্যে রয়েছে বনপলাশীর পদাবলী (১৯৭৩), পিকনিক (১৯৭২), খারিজ (১৯৮২), দ্বীপের নাম টিয়ারং (১৯৬৩)-এর মতো বহু বিখ্যাত ছবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

‘বাড়ি বদলে যায়’ উপন্যাসের জন্য ১৯৮৮ সালে তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হন। অ্যাকাডেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার পেয়েছেন। তিনি রীতিমতো ঘোষণা করে লেখা থামিয়ে দিয়েছিলেন বেশ কয়েক বছর আগেই। যা প্রায় বিরল ঘটনা ৷ তাঁর প্রয়াণে বাংলার সাহিত্য জগতে শোকের ছায়া ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
রমাপদ চৌধুরী প্রয়াত, সাহিত্য জগতে শোকের ছায়া