এদিকে, জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে রামনবমীর মিছিল। নন্দীগ্রামেও রাম নবমীর প্রস্তুতি শুরু হয়েছে। আজ রামনবমীতে নন্দীগ্রামের সোনাচুরায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর ও ভূমি পুজোর আয়োজন করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবমীর সকাল থেকেই নন্দীগ্রামে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। ভূমি পুজো উপলক্ষে হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে।
advertisement
এদিকে, হাওড়ার রামনবমীর মিছিলে যোগ দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। হাওড়ার নেতাজি সুভাষ রোড থেকে মিছিল করে রামরাজাতলার রাম মন্দিরে পৌঁছান তিনি। ছিলেন বিজেপি নেতা সঞ্জয় সিংহ।
আবার, উল্টোডাঙার গীতাঞ্জলি মোড় থেকে থেকে বেলেঘাটা পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা। ৩৪,৩৫,৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন৷ মিছিলে রয়েছেন বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষ।
এদিকে, রাম নবমী উপলক্ষে দমদম হনুমান মন্দির থেকে লেকটাউন হনুমান মন্দির পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মিছিলের প্রথমে ও শেষে প্রচুর সংখ্যক পুলিশ রয়েছে।