পুলিশ সূত্রে খবর, হাজারিবাগ জেল সুপারের কাছে ইতিমধ্যেই এই আমান সিংয়ের বিষয়ে তথ্য নিয়েছেন সিটের আধিকারিকরা। পাশাপাশি, রাজু ঝা খুনের ঘটনায় উত্তরপ্রদশের গ্যাংস্টার আমান সিং-কেও জিজ্ঞাসাবাদও করেছে সিট। বুধবার হাজারিবাগ কেন্দ্রীয় জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন সিটের আধিকারিকেরা।
advertisement
সূত্রের খবর, হাজারিবাগ কেন্দ্রীয় জেলে আলাদা ঘরে নিয়ে গিয়ে আমান সিং-কে প্রায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকেরা। যদিও রাজু ঝা-র খুন সম্পর্কে প্রশ্ন করা হলে আমন কোনও প্রশ্নের উত্তর দেয়নি বলেই জানা গিয়েছে। পাশাপাশি, আমন সিং-এর কাছে ধানবাদের কুখ্যাত গ্যাংস্টার প্রিন্স খান সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হয়। এমনটাই পুলিশ এবং হাজারিবাগ জেল সূত্রে খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 14, 2023 9:53 AM IST