রবিবার বিকেলে ট্যুইটে মমতা বলেন, ‘দেরি করে প্রতিক্রিয়া দেওয়ার জন্য দু:খিত ৷ নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলাম ৷ তবে, আজ সকালে এক্সপায়ারি পিএম মোদিজি যে মন্তব্য করেছেন রাজীব গান্ধি সম্পর্কে ৷ সেটি অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক ৷ রাজীবজি তাঁর পুরো জীবনই দেশের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন ৷ সেই কারণে যে ভাষাতে আজ উনি রাজীব গান্ধিকে আক্রমণ করেছেন ৷ সেই গোটা বিষয়টির আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷’
advertisement
মোদির এই মন্তব্যের প্রেক্ষিতে নরেন্দ্র মোদিকে একহাত নেন রাহুল ৷ তিনি ট্যুইটে বলেন, ‘মোদিজি লড়াই এবার শেষ ৷ আপনার সময় শেষ ৷ আপনি আমার বাবার সম্পর্কে যে ধরণের কথা ভেবে থাকেন ৷ সেটি কখনই প্রধানমন্ত্রীর আসনে আপনাকে রক্ষা করবে না ৷’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 05, 2019 9:42 PM IST