সূত্রের খবর, ব্যক্তিগত কাজে উত্তরপ্রদেশে রয়েছেন রাজীব কুমার ৷ যার জেরে সোমবার দুপুর পর্যন্ত সিবিআই দফতরে যাননি কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমার ৷ কলকাতার বাইরে থাকার জেরে সিজিও কমপ্লেক্সে যেতে পারেননি রাজীব কুমার ৷ বারাসত আদালতে আগাম জামিনের আবেদনও করেননি রাজীব ৷ সেই জামিনের আবেদন খারিজ করতে বারাসত আদালতে হাজির রয়েছেন সিবিআই আইনজীবীরাও ৷
advertisement
রাজীবের বার্তা নিয়ে সিজিওতে পৌঁছেছেন সিআইডি আধিকারিকরা ৷ হাজিরার জন্য বাড়তি সময় চাইলেন রাজীব কুমার ৷ অফিসারদের জানিয়েছেন তিনদিনের ছুটিতে আছেন রাজীব ৷
গতকাল অর্থাৎ রবিবার সন্ধে ৭.৩০টা নাগাদ কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই ৷ তবে, সেই সময় নিজের বাড়িতে ছিলেন না রাজীব কুমার ৷ এরপর লাউডন স্ট্রিট থেকে পার্ক স্ট্রিটে আইপিএস কোয়ার্টারে রাজীব কুমারের উদ্দেশে হানা দেয় সিবিআই ৷ সেখানেও দেখা মেলেনি রাজীবের ৷
ইতিমধ্যেই একবছরের জন্য রাজীব কুমারের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। মামলার গুরুত্ব বুঝে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। সারদা মামলায় রাজীবকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রাজীব কুমারের রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে ২৪ মে। লুক আউট নোটিস জারি হওয়ার ফলে রাজীব কুমার এখন দেশের বাইরে যেতে পারবেন না। দেশের বাইরে যেতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। নিম্ন আদালতে আগাম জামিনে তৎপর রাজীব।