সোনারপুর: পুজোর মধ্যেই চুরির ঘটনা ঘটল রাজন্যা হালদারের বাড়িতে। খোয়া গেল মোটা অঙ্কের টাকা, দামী বেশ কিছু জিনিসপত্র। ঘটনার কথা জানাজানি হতেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাড়িতে ছিলেন না রাজন্যারা। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ঘটে সেই চুরির ঘটনা। বেশি রাতের দিকে ফেরার পরই বুঝতে পারেন, অঘটন ঘটে গিয়েছে বাড়িতে।
advertisement
জানা গিয়েছে, বাড়িতে ঢোকার পরই রাজন্যারা বুঝতে পারেন, ঘরের দরজা ভিতর থেকে দেওয়া রয়েছে। তখনই সন্দেহ হয় সকলের। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন তাঁরা দেখেন, বেডরুমের জানালার গ্রিল ও পাল্লা ভাঙা। একাধিক আলমারি ভাঙচুর করা হয়েছে। আপাতত ভাবে জানা গিয়েছে, নগদ পঁয়তাল্লিশ টাকা, বিদেশি নানা জিনিসপত্র চুরি হয়েছে।
এই ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা রাজন্যার। পুলিশে অভিযোগও দায়ের করেছেন রাজন্যা। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।