কখনও লেক মলের পাশে, কখনও বিডন স্ট্রিটে... ৷ পরণে সাধারণ পোশাক ৷ নাম ভগবান মালী । রাস্তার এক কোণায় দাঁড়িয়ে নিজের মনেই বাজাতে থাকেন বেহালা ৷ কখনও ওপি নাইয়ারের ‘দিওয়ানা হুয়া বাদল’ তো কখনও মদন মোহনের ‘লগ জা গলে’ ৷ তাঁর সুরের মূচ্ছর্নায় এক জাদু ছড়িয়ে পড়ে ব্যস্ত কলকাতার বুকে৷ আর সেই সুরই এখন গোটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে ৷ ভিটেমাটি সবই মালদহে । বিবেকানন্দ রোডের ফুটপাতে দিন কাটে শিল্পীর । কখনও পথচারীরা থমকে দাঁড়ান, কখনও পাশ কাটিয়ে চলে যান....কিন্তু তাঁর বেহালার তারের ঝঙ্কার মনের মধ্যে রিনরিন করে বাজতেই থাকে । সুর যেন আর ফুরোয় না ।
advertisement
মেয়েকে দেখতে কলকাতা এসেছিলেন ভগবান ও তাঁর স্ত্রী । আর ফেরা হয়নি দেশের বাড়িতে, ছোট ছেলের কাছে । পেটের জ্বালা মেটাতে রাস্তায় বেহালা বাজান তিনি । বাজনার হাতেখড়ি হয়েছিল বাবার কাছে । বাবা মারা যাওয়ার পর সেই যন্ত্র এখন ভগবানের সর্বক্ষণের সঙ্গী । তাঁর বেহালা শুনে সাহায্যের হাত বাড়িয়েছিলেন রূপম ইসলাম । খোঁজ চেয়ে পোস্ট করেছিলেন রূপঙ্করও । আর এখন কাজ দিতে চান রাজ চক্রবর্তী ।
কিন্তু এতকিছুর পরেও হেলদোল নেই ভগবানের । আপনভোলা সেই শিল্পী নিজের সুরের জাদু ভাইরাসের মতো নিঃশব্দে ছড়িয়ে দিচ্ছেন শহরের ফুসফুসে ।