তাঁর উপস্থিতিতেই হবে এই মন কি বাত অনুষ্ঠানের লাইভ সম্প্রচার। রাজভবন সূত্রে খবর এই অনুষ্ঠানে ৬০ থেকে ৭০ জন আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন। মূলত মন কি বাত অনুষ্ঠানের প্রথম থেকে ৯৯তম পর্ব পর্যন্ত এ রাজ্যের যত জন বাসিন্দাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলাপচারিতা বা সাক্ষাৎ করেছেন, বা তাঁদের বিভিন্ন অবদানের কথা অনুষ্ঠানে উল্লেখ করেছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে রাজভবনে।
advertisement
রাজভবন সূত্রে খবর "মন কি বাত" অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার পরিবারের কথা উল্লেখ করেছিলেন। সে ক্ষেত্রে মনে করা হচ্ছে বসু পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর তার মান কি বাত অনুষ্ঠানে হুগলির বাঁশবেড়িয়ার ত্রিবেণী কুম্ভ মহোৎসবের কথা উল্লেখ করেছিলেন।
আরও পড়ুন - '৬০ দিন ছাড়ুন, রাস্তায় আমাদের মতো তাঁবু খাটিয়ে ৬ দিন থাকুন!' চ্যালেঞ্জ অভিষেকের
আরও পড়ুন - শুভেন্দুর সঙ্গে হোটেলে গোপন বৈঠক চার তৃণমূল নেতার? পোস্টারে ছয়লাপ তমলুক
মনে করা হচ্ছে সেই উৎসবের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও উপস্থিত থাকতে পারেন ওই দিনের অনুষ্ঠানে। পাশাপাশি ভারতীয় সংবিধান কে অলচিকি ভাষায় অনুবাদের জন্য নরেন্দ্র মোদি প্রশংসা করেছিলেন শ্রীপতি টুডুর মন কি বাত অনুষ্ঠানে। তিনিও বা তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেন এই অনুষ্ঠানে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি রাজ্যের "নয়া পিংলা " গ্রামের সাইমুদ্দিন নামে এক চিত্রকরের ভিডিও দেখেছিলেন নরেন্দ্র মোদি তাঁর মন কি বাত অনুষ্ঠানে। রামায়ণের উপর একটি চিত্র এঁকেছিলেন তিনি। তারই শিল্পী কার্যের প্রশংসাও করেছিলেন প্রধানমন্ত্রী। মনে করা হচ্ছে তিনিও উপস্থিত থাকতে পারেন এই অনুষ্ঠানে। বিভিন্ন সময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ রাজ্যের বিভিন্ন ব্যক্তিত্ব বা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেছেন।
তার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা ওইদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। সবমিলিয়ে মন কি বাতের ১০০ তম পর্ব অনুষ্ঠান পালন করতে রীতিমতো সাজিয়ে তোলা হবে রাজভবন বলেই জানা গেছে। এর আগে ১ বৈশাখ উপলক্ষে ও রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা ভাষায় রাজ্যপালের বক্তব্য রাখার পাশাপাশি "হেরিটেজ ওয়াক" ঐদিন হয়েছে। সরস্বতী পূজোর দিন রাজ্যপাল সিভি আনন্দ বোস হাতেখড়ি করেছিলেন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়