রাজভবনে গিয়ে এর আগে শপথ নিয়েছিলেন ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ী বিধায়ক নির্মল চন্দ্র রায়। তার পরে বরানগর এবং ভগবানগোলা থেকে উপনির্বাচনে জয়ী দুই বিধায়ককেও রাজভবনে শপথ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। এ দিন সেই নিয়েই ফের বার্তা পাঠানো হল। আগে ২৬ তারিখ শপথ নেওয়ার জন্য রাজভবনে ডেকে পাঠানো হয় উপনির্বাচনে জয়ী দুই বিধায়ককেই। যদিও তাঁরা রাজভবনে গিয়ে শপথ নেবেন কি না সেই বিষয়ে কিছু জানাননি।
advertisement
আরও পড়ুন: ৬ মাস আগে উদ্বোধন মোদির, সেই অটল সেতুতে ফাটল? আক্রমণ কংগ্রেসের
আজ অর্থাৎ মঙ্গলবার ফের দুই বিধায়ককে চিঠি দিল রাজভবন। পাশাপাশি কে শপথ বাক্য পাঠ করাবেন তার উল্লেখ নেই চিঠিতে রাজভবনের দেওয়া চিঠিতে। ফলে শপথ নিয়ে জটিলতা অব্যাহত। শপথে যাবেন কি না তা জানতে বিধানসভার স্পিকার এবং দলের শীর্ষ নেতৃত্বর সাথে কথা বলছেন সায়ন্তিকা এবং রেয়াত। সেই সঙ্গে বিধায়ক হিসাবে শপথ না নিলে কী কী হতে পারে, তা নিয়ে চিঠিতে সতর্ক করা হয়েছে দুই বিধায়ককে। এমনকী খারিজ হয়ে যেতে পারে বিধায়ক পদ, এই ইঙ্গিতও বিভিন্ন আইনি প্রসঙ্গ উল্লেখ করে চিঠিতে দেওয়া হয়েছে। ফলে দুই বিধায়কের শপথগ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত।