TRENDING:

আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে বৃষ্টি !

Last Updated:

বর্ষার মরশুমে দোসর গভীর নিম্নচাপ। সঙ্গে শক্তিশালী ঘূর্ণাবর্ত। দুইয়ের প্রভাবে অব্যাহত বৃষ্টি। এই পরিস্থিতিেক আরও মজবুত করেছে সুবিস্তৃত মৌসুমি অক্ষরেখা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে আরও দুদিন বৃষ্টির পূর্বাভাস। গভীর নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement

বর্ষার মরশুমে দোসর গভীর নিম্নচাপ। সঙ্গে শক্তিশালী ঘূর্ণাবর্ত। দুইয়ের প্রভাবে অব্যাহত বৃষ্টি। এই পরিস্থিতিেক আরও মজবুত করেছে সুবিস্তৃত মৌসুমি অক্ষরেখা। এমন মেলবন্ধন সাম্প্রতিক অতীতে ঘটেনি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: ঘরে রাখা চাল, ডাল, আটায় 'ছাতা' আসলে বিষ! হতে পারে ক‍্যানসারও

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় -

advertisement

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ৷

বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সংলগ্ন এলাকা - নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৷

আরও পড়ুন: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় খুন গৃহবধূ

সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, ডিডিজিএম, আলিপুর জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে। তা মৌসুমি অক্ষরেখার সঙ্গে মিলেছে। বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ফলে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হবে।'

advertisement

আরও পড়ুন: কলকাতার একাধিক ব্যাঙ্কে জালিয়াতি, বহু গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা লুঠ

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। রাতে বৃষ্টি হলে কমবে তাপমাত্রাও। তেসরা অগাস্টের পর তীব্রতা ও পরিমাণে কমলেও জারি থাকবে বৃষ্টি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে বৃষ্টি !