কলকাতার লেক মার্কেটে রবিবার সব্জির দাম কত এক ঝলকে দেখে নিন--
পটল-৬০-৭০/কেজি (বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৫০-৫৫ টাকা প্রতি কেজি)
ঝিঙে-৪০/কেজি (গত কয়েকদিন ধরে এই দাম)
করলা/উচ্ছে- ৬০/কেজি (গত কয়েকদিন এই দাম চলছে)
টমেটো- ৪৫-৫০/কেজি (এক সপ্তাহ ধরে দাম পরিবর্তন হয়নি)
ঢেঁড়স- ২০-২৫/কেজি (এই দাম চলছে সপ্তাহ খানেক)
বেগুন (ছোট) ৫০/কেজি (৬০টাকা ছিল গত সপ্তাহে)
advertisement
বেগুন (বড়) ৬০/কেজি (৭০ টাকা ছিল গত সপ্তাহে)
কাঁচা লঙ্কা ১০০/কেজি (যোগানের ওপর নির্ভর করছে, মাঝে মাঝে ১৫০/কেজি হচ্ছে)
বাধা কপি- ৩৫-৪০/ কেজি (এই দাম গত সপ্তাহ থেকে)
ফুল কপি প্রতি পিস ৪০-৮০ টাকা(সাইজ হিসেবে দাম)
লাউ প্রতি পিস ৩০-৩৫ টাকা
পেঁপে- ৩০/কেজি
সজনে- ১০০-১৫০/কেজি (যোগান হিসেবে নির্ভর করছে)
জ্যোতি আলু ১৫/কেজি
চন্দ্রমুখী আলু ২২/কেজি
পেঁয়াজ ৩০/কেজি
অন্যদিকে, মাছের দাম কয়েকদিন আগে যোগান কম থাকায় খানিকটা বেড়েছিল। রবিবার সেই দাম খানিকটা কম বলেই মনে করছেন ব্যবসায়ীরা। রবিবার কলকাতার বেশিরভাগ বাজারে মাছের দাম যাচ্ছে--
বড় কাতলা (কাটা) ৪০০/কেজি
গোটা কাতলা ২৬০/কেজি
রুই মাছ গোটা ২০০/কেজি
কাটা রুই ৩০০-৩২০/কেজি
বাগদা চিংড়ি ৪০০/কেজি
গলদা চিংড়ি ৫০০-৫৫০/কেজি
পার্সে ৩০০-৩৫০/কেজি (সাইজ হিসেবে দাম নির্ভর করেছে)
পাবদা ৩৫০/কেজি
ট্যাংড়া ৫০০/কেজি
করোনা পরিস্থিতিতে অর্থ ব্যবস্থায় ধাক্কা লেগেছে। কোটি কোটি মানুষ কাজ হারিয়েছেন। আয় কমেছে অসংখ্য মানুষের। এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় মাথায় হাত ক্রেতাদের।