রবিবার উত্তর পূর্ব বঙ্গোপাসগরে নিম্নচাপ তৈরি হল ঠিকই। তবে মঙ্গলবারের আগে তা সক্রিয় হওয়ার সম্ভাবনা কম। ফলে ছিটে ফোঁটা বৃষ্টি হলেও, টানা বৃষ্টির ভাগ্য খুলল না এদিনও। মাঝারি থেকে হালকা বৃষ্টিতেই রবিবার কাটাতে হল দক্ষিণবঙ্গবাসীকে। আর্দ্রতা বেশি থাকার কারণে দোসর হল ভ্যাপসা গরমও। আগামী ৪৮ ঘণ্টাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৮ শতাংশ। নিম্মচাপ সক্রিয় হলে, মঙ্গলবার থেকে টানা বৃষ্টি শুরু হবে। দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে বেশি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে হাওড়া ও হুগলিতে।
advertisement
৫ তারিখ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, ইতিমধ্যেই যারা সমুদ্রে গিয়েছেন, তাদেরও ৪ তারিখের মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে। তবে নিম্মচাপ তৈরি না হলে টানা বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, তাতে বৃষ্টির ঘাটতি কমবে না। তাই অপেক্ষা এখন সক্রিয় নিম্নচাপের।