আরও পড়ুন- রবিবারে আবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম! ১৩ দিনে ১১ বার বাড়ল জ্বালানির মূল্য
রবিবারের আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস : ২২.৪২ কিমি/ঘণ্টা
মেঘে : ৯১%
আরও পড়ুন- ওরাকল স্পিকস ৩ এপ্রিল: রবিবারের দিন কেমন কাটবে? কী বলছে আপনার রাশি?
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, হালকা মেঘাচ্ছন্ন থাকবে (Weather Update Today) শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কয়েকটি জেলাতেও। তবে যারা বৃষ্টির আরাম থেকে বঞ্চিত হবেন সেখানে আপেক্ষিক আর্দ্রতার কারণে তুঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২° এবং ২৬° সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবারের রাত পেরোলেই ৪ এপ্রিল সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast) রয়েছে উত্তরবঙ্গের সবক’টি জেলায়। তবে আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না। আগামী ৫ দিন মোটামুটি একই থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।
রবিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। বাকি জেলাগুলিতে অবশ্য আবহাওয়া শুকনো থাকবে। ৪ এপ্রিল, সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া নদিয়া ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩ দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩°সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে যে জেলাগুলিতে বৃষ্টি হবে সেখানে বৃষ্টির পর তাপমাত্রা কমবে ১-২°।