আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ৪ জেলায় ৷ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে ৷ কলকাতার বেশ কিছু এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷
প্রথা ভেঙে দক্ষিণে বোধন। তারপরও গ্রীষ্মের অস্বস্তি। স্বস্তি ফিরল বুধের বৃষ্টিতে। সকাল থেকেই মেঘলা আকাশ। বৃষ্টি ভেজা ঝোড়ো হাওয়া। দিল খুশ দক্ষিণবঙ্গের।
advertisement
মঙ্গল পর্যন্ত পারদ ছিল বিয়াল্লিশে। বুধের সকালেই মুখ ভার আকাশের। বেলা বাড়তেই বিক্ষিপ্ত বৃষ্টি জেলাজুড়ে। কোথাও হালকা, কোথাও মাঝারি। পারদে নেমে সাঁইত্রিশ। তাতেই স্বস্তি।
আজও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার সক্রিয় হবে মৌসুমি বায়ু। তারপরই বর্ষার বৃষ্টির সম্ভাবনা ৷ তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কাল থেকেই বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । সকাল ৭টায় কলকাতার পারদ ছাড়াল ৩৬ ডিগ্রি।
তবে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ সকাল ১০টার মধ্যে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷