TRENDING:

কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা ভাসবে বৃষ্টিপাতে

Last Updated:

আগামী ২ থেকে ৩ ঘণ্টায় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেঘ-বৃষ্টির লুকোচুরিতেই গতকাল ও আজ কেটেছে দিন ৷ আজ সকাল থেকেও বেশ কিছুক্ষণ সূর্যিমামার দেখা পাওয়া গিয়েছিল ৷ এমনিতেই বেশ কয়েকদিন ধরেই লাগাত ঘূর্নাবর্তের জেরে রাজ্যের বেশ কিছু মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে ৷
advertisement

তবে ভ্যাপসা গরম, প্যাচপ্যাচে ঘাম, ঘামের প্রকোপ থেকে কিছুটা নিষ্কৃতি পেয়েছেন মানুষ ৷ প্রায় গত ১৫ দিনে নামমাত্র সূর্যের মুখ দেখেছে বঙ্গবাসী ৷ সপ্তাহের শেষেও বৃষ্টির সতর্কতা যেন অস্বস্তিকর গরমকে খানিকটা দূরে সরিয়ে বজায় রাখবে ৷ বৃষ্টির রেশ বজায় রাখারই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

আগামী ২ থেকে ৩ ঘণ্টায় কলকাতা সহ  কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ৷ বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ কোথও কোথাও ভারী দু'এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ আবহাওয়া দফতর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে এই বৃষ্টিপাতের ফলে তেমন কোনও বিশেষ সতর্কতা জারি না করলেও ৷ স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ যে সমস্ত এলাকায় একটু বৃষ্টিতেই জল জমে যায় সেই সমস্ত এলাকার দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পুর ও পঞ্চায়েত প্রতিনিধিদের নিজের এলাকায় নজর রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা ভাসবে বৃষ্টিপাতে