বিধাননগর থেকে সময়ে ট্রেন ছাড়ছে বটে। কিন্তু, শিয়ালদহ কারশেড পেরোতেই গড়িয়ে যাচ্ছে অনেক সময়। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে সময় নিত্য লেট যন্ত্রণা। শিয়ালদহ স্টেশনের এমন হাল নিয়ে যাত্রীদের ক্ষোভের শেষ নেই। কেন লেট?
- কারশেডের কাছে এসে শিয়ালদহগামী ট্রেন দাঁড়ানো কার্যত বাধ্যতামূলক
- কম গতি ও সিগনালিং সিস্টেমের জন্য সময় নষ্ট
advertisement
- শিয়ালদহ স্টেশন থেকে কারশেড পর্যন্ত ট্রেনের গতি ১০ কিমি/ঘণ্টা
আরও পড়ুন
সরকারি স্কুলে প্রাথমিকে ভর্তিতে উঠে যাচ্ছে লটারি প্রথা? শিক্ষামন্ত্রীর মন্তব্যে জল্পনা
এসব কারণে, লেট নিয়ে রেলের তালিকায় পিছনের সারিতেই নাম শিয়ালদহ স্টেশনের। সময়ে ট্রেন চলার কথা স্রেফ খাতায় কলমেই। সেই তকমা এবার মুছতে চায় শিয়ালদহ ডিভিশন। দমদম ও কারশেডেই মূল সমস্যা ৷ দুটি জায়গাতেই পরিকাঠামোর উন্নতির লক্ষ্যে কাজ করছে রেল ৷ শিয়ালদহ মেন শাখায় কারশেড থেকে স্টেশন অবধি বাড়ছে ৷ কারশেড থেকে স্টেশন অবধি গতি ১০ কিমি/ ঘণ্টা থেকে গতি বেড়ে হচ্ছে ৩০ কিমি/ঘণ্টা ৷ রেলকর্তাদের ধারণা, আগামী এক বছরেই মিলবে সুফল। পরবর্তী লক্ষ্য শিয়ালদহ দক্ষিণ শাখা।