আজ সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরেও। সোমবার সকালে জেলার বিভিন্ন জায়গার সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। নন্দকুমার কাপাসেড়িয়া, সুতাহাটা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের জেরে বন্ধ রাস্তা। ফলে সপ্তাহের প্রথম দিনে স্কুল কলেজ ও অফিসে বেড়িয়ে আটকে পড়েন যাত্রীরা। গুরুত্বপূর্ণ হলদিয়া-মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি অচল। আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয় কাপাসেড়িয়া মোড়ে। অবরোধের জেরে শিল্প শহরে যেতে পারেননি বহু শ্রমিক কর্মচারীরা। চরম নাকাল হতে হয় তাঁদের। ৪১ নম্বর জাতীয় সড়কে আটকে পড়েছে হলদিয়াগামী মালবাহী প্রচুর ট্রাক ও ডাম্পার। পাশাপাশি, হলদিয়া পাঁশকুড়া রেললাইনের সুতাহাটার বাসুলিয়া স্টেশনের কাছে রেললাইনে অবরোধ।
advertisement
বিক্ষোভের জেরে বাতিল শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল ৷ একাধিক ট্রেন বাতিলের ঘোষণা হচ্ছে বিভিন্ন স্টেশনে ৷ অবরোধ করা হয়েছে হাড়োয়া-বেড়াচাঁপা রোড ৷ রেলগেটের কাছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ৷ বিভিন্ন স্টেশনে আটকে ট্রেন ৷ ফলে স্কুলে যেতে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী-শিক্ষকরা ৷
আজও বাতিল হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন ৷ বাতিল হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস ৷ বাতিল হয়েছে হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুদুচেরি স্পেশ্যাল, হাওড়া-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস ৷