জল্পনার অবসান, অভিষেক বিগ্রেডের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, হুগলি থেকে প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন রচনা। ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রচনাকে। কাঁথা স্টিচের পেঁয়াজি রঙের শাড়ি এবং সাদা ব্লাউজে সেজেছেন ‘দিদি নম্বর ওয়ান’।
আরও পড়ুন: ৪২ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের! বিরাট চমক! কে কোন কেন্দ্রে প্রার্থী হল, দেখুন
advertisement
এত দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরের দিন কালীঘাটের তৃণমূল কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করতেন তৃণমূল নেত্রী। কিন্তু এ বার তাতেও ব্যতিক্রম। প্রার্থীদের নাম ঘোষণা করলেন অভিষেক।
প্রায় ৫ বছর পরে তৃণমূলের ব্রিগেড৷ ২০১৯ সালের পর ২০২৪ সাল। পাঁচ বছর পরে আবার ব্রিগেডে সমাবেশ করছে তৃণমূল। সামনেই লোকসভা ভোট৷ তার আগে তৃণমূলের বিরাট সমাবেশ৷ এই সমাবেশ থেকেই দেশের ৪৮ আসনে লোকসভা প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল৷
গত রবিবার, ৩ মার্চ ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে পা রেখেছিলেন মমতা। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত ধরে নাচতেও দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া জানা গিয়েছিল, গত মাসেই নবান্নে মমতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা। তারপর থেকেই নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। আজ সেই জল্পনাতেই সিলমোহর।