TRENDING:

উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাদ রবীন্দ্রনাথ? ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র... কী উত্তর মিলল?

Last Updated:

সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়ের প্রশ্ন, 'এ কেমন কথা? বিশ্বকবি পাঠ্যবইতে আছেন কি না, তা জানে না ডবল ইঞ্জিন সরকার।' তৃণমূল সাংসদের মন্তব্য, আসলে রবীন্দ্রনাথকে ভয় পায় বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই অস্বস্তিতে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীর সুকৌশলে এড়িয়ে যাওয়া উত্তর, ‘ওটা উত্তরপ্রদেশ সরকার জানে।’ বিস্মিত সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়ের প্রশ্ন, ‘এ কেমন কথা? বিশ্বকবি পাঠ্যবইতে আছেন কি না, তা জানে না ডবল ইঞ্জিন সরকার।’ তৃণমূল সাংসদের মন্তব্য, আসলে রবীন্দ্রনাথকে ভয় পায় বিজেপি।
উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাদ রবীন্দ্রনাথ? ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র... কী উত্তর মিলল?
উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাদ রবীন্দ্রনাথ? ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র... কী উত্তর মিলল?
advertisement

উত্তর প্রদেশের পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের ‘হোম কামিং’। এর তীব্র নিন্দা করেছেন ঋতব্রত। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে তিনি লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন, ‘উত্তরপ্রদেশ বোর্ড অফ এডুকেশন কি দ্বাদশ শ্রেণির পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ দিয়েছে? যদি বাদ দেওয়া হয়ে থাকে, তাহলে তার বিস্তারিত তথ্য দেওয়া হোক।’ সেই প্রশ্নের লিখিত জবাবে জয়ন্ত জানান, ‘পাঠ্যক্রমে কোনও লেখার অন্তর্ভুক্তি বা কোনও লেখা বাদ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষা নিয়ামক প্রশাসনিক বোর্ড সিদ্ধান্ত নেয়।’ সাফ কথায় উত্তরে এড়িয়ে গিয়েছে কেন্দ্র। সরকার জানিয়েছে, উত্তরপ্রদেশ বোর্ড অফ এডুকেশন একমাত্র এই সিদ্ধান্ত নেওয়া অধিকারী।

advertisement

আরও পড়ুন : ‘সুপার এমারজেন্সি চলছে..,’ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর গ্রেফতারি সংক্রান্ত বিল কী? বিশদে ব্যাখ্যা মহুয়া মৈত্রর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সংসদে পাওয়া কেন্দ্রের উত্তরের প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, ‘যাঁর সামনে সারা বিশ্ব মাথা নত করেছিল সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে বিজেপি যে ভয় পায় তা বোঝা যায়। সেইজন্যই তারা বাংলা ও বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, উত্তরপ্রদেশের পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথের লেখা বাদ পড়েছে। ডবল ইঞ্জিনের সরকারগুলির রাজ্যে ইচ্ছাকৃতভাবে রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হচ্ছে।’ অভিযোগ ছিল ২০২১ সালে উত্তরপ্রদেশে বোর্ডের দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ পড়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্পটি। উক্ত বছর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে এনসিইআরটি-র সিলেবাস চালু করেছে যোগী সরকার। অভিযোগ তা থেকে বাদ পড়েছে ‘ছুটি’ গল্পের ইংরেজি তর্জমা ‘দ্য হোম কামিং’।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাদ রবীন্দ্রনাথ? ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র... কী উত্তর মিলল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল