লিখিত পরীক্ষার পাশাপাশি যাদের প্র্যাক্টিকাল পরীক্ষা রয়েছে তাদের অবশ্য কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়ে বিশদ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে। তবে প্র্যাক্টিকাল পরীক্ষা অনলাইনে হবে বলেই গতকাল অর্থাৎ সোমবার বিশ্ববিদ্যালয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যের ভার্চুয়ালি বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেবে বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিল। শুধু তাই নয় কিভাবে পরীক্ষা নেবে সেই বিষয়ে যাবতীয় নীতি নির্ধারণ করে ফেলেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ইউজিসি কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা সংক্রান্ত সময়সীমা নিয়ে চিঠি পাঠানোর পর নড়েচড়ে বসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
advertisement
ইউজিসি তরফে জানানো হয় ২৪ ঘন্টা সময় নিয়ে বাড়িতে বসে ওপেন বুক সিস্টেমে পরীক্ষা দেওয়া মানে সেটিকে পরীক্ষা বলা যায় না,সেটি হল self-assessment। ইউজিসির তরফ সে সেই চিঠি পাওয়ার পর পর নড়েচড়ে বসে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তড়িঘড়ি শুক্রবারে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়ে নেয় ২৪ ঘন্টা নয়, ২ ঘণ্টা সময় থাকবে লিখিত পরীক্ষার জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় তরফ সে সিদ্ধান্ত বদল করার পর পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও সোমবার বিকেল বেলায় কর্মসমিতির বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দেয় পরীক্ষা হবে দু'ঘণ্টা তেই।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়